Birbhum: দুবরাজপুরের ব্লক সভাপতির পদ থেকে অপসারিত অনুব্রত-ঘনিষ্ঠ

বীরভূমের (Birbhum) দুবরাজপুরের ব্লক তৃণমূল সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হল অনুব্রত ঘনিষ্ঠ ভোলা মিত্রকে। দুবরাজপুরে দলের ১৫ জনের একটি নির্বাচন কমিটি গঠন করা হয়েছে,…

Bhola Mitra Birbhum

বীরভূমের (Birbhum) দুবরাজপুরের ব্লক তৃণমূল সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হল অনুব্রত ঘনিষ্ঠ ভোলা মিত্রকে। দুবরাজপুরে দলের ১৫ জনের একটি নির্বাচন কমিটি গঠন করা হয়েছে, তাতেও জায়গা হয়নি তার। গরু পাচার মামলায় তিহার জেলে বন্দি অনুব্রত মণ্ডল। একাধিক দুর্নীতির অভিযোগে এবার দুবরাজপুর ব্লক সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হল তাঁরই ঘনিষ্ঠ ভোলা মিত্রকে।

রবিবার ফিরহাদ হাকিমের নেতৃত্বে বৈঠকে বসে বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটি। কোর কমিটির বৈঠকে দুবরাজপুরে দলের একটি নির্বাচন কমিটি গঠন করা হয়েছে। এই প্রসঙ্গে বীরভূমের সাংসদ ও জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য শতাব্দী রায় বলেন, ‘দুবরাজপুরের ব্লক সভাপতি থাকল না। আজকে নির্বাচন কমিটি তৈরি হল। যেখানে আহ্বায়ক স্বপনবাবু ও রফিকুল হল। ১৫ সদস্যের কমিটি হয়েছে। ব্লক কমিটিই থাকল না।’

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

তৃণমূল সূত্রে খবর, বীরভূমে জনসংযোগ যাত্রায় এসে জেলা নেতৃত্বকে নিয়ে বৈঠকে ভোলা মিত্রকে সতর্ক করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার তাঁকে সরিয়ে দেওয়া হল। অপসারিত ব্লক সভাপতির বক্তব্য, ‘দল যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত অনুয়ায়ী চলা উচিত। দলের যারা উর্ধ্বতন নেতৃত্ব যাঁরা আছেন তাঁরা ভাল বুঝেছেন করেছেন।’

বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি, ধ্রুব সাহার মতে, ‘আর কোন কোন ব্লক কমিটির সভাপতিকে সরানো হয়েছে দেখে নিন। তৃণমূল তো পুরোটাই চোরের দল। কম্বলটাই উজাড় হয়ে যাবে। পঞ্চায়েত ভোটের আগে মানুষের কাছে ভাবমূর্তি ঠিক করার চেষ্টা করছে।’ গরু পাচার মামলায় জেলবন্দি অনুব্রত মণ্ডলকে বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি পদে রেখে দল পরিচালনার জন্য ৯ সদস্যের কোর কমিটি গঠন করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার দুবরাজপুর ব্লক সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হল অনুব্রত ঘনিষ্ঠ ভোলা মিত্রকে।