ভাটপাড়া থেকে কাঁচরাপাড়ায় যেই TMC সেই BJP, ‘ঘেঁটে ঘ’- জনতা

বিশেষ প্রতিবেদন: পৌরভোটের এই আবহে বিজেপি (BJP) ও তৃণমূল কংগ্রেসের (TMC) মধ্যে ‘মিশে থাকা’ মুকুল রায়ের বিখ্যাত উক্তি ‘ভারতীয় জনতা পার্টি মানেই তৃণমূল’ তত্ত্ব এমনই…

বিশেষ প্রতিবেদন: পৌরভোটের এই আবহে বিজেপি (BJP) ও তৃণমূল কংগ্রেসের (TMC) মধ্যে ‘মিশে থাকা’ মুকুল রায়ের বিখ্যাত উক্তি ‘ভারতীয় জনতা পার্টি মানেই তৃণমূল’ তত্ত্ব এমনই প্রকট যে উত্তর ২৪ পরগনা জেলার সর্বত্র জনগণ ‘ঘেঁটে ঘ’ হয়ে আছেন। দুই দলের নিচু তলার কর্মী সমর্থক শুরু করে প্রার্থীদের পারস্পরিক সম্পর্কে মুকুল তত্ত্ব জ্বলজ্বল।

টিএমসি ত্যাগের পরপরই মুকুল রায়কে ‘কাঁচড়াপাড়ার কাঁচা ছেলে’ বলে কটাক্ষ করেছিলেন তৃণমূল কংগ্রেসের তৎকালীন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। কার্যক্ষেত্রে দেখা গিয়েছে, রাজনৈতিক গুটি চালাচালিতে অভ্যস্থ মুকুল রায় ‘কাঁচা ছেলে’ হয়েছেন। 

উত্তর ২৪পরগনা জেলার পৌরসভাগুলির মধ্যে মুকুল রায়ের মতোই তৃণমূল কংগ্রেস ও বিজেপি একীকরণ হয়েছে। বিশ্লেষকদের এমনও ধারণা, আগামী ২ মার্চ পৌরভোট ফলাফল ঘোষিত হলেই এটা আরও উজ্জ্বল হবে। 

কাঁচড়াপাড়া থেকে ভাটপাড়া এলাকার চারটি পৌরসভায় TMC ও BJP পরস্পর সহযোদ্ধা বলে কটাক্ষ বামফ্রন্টের। সিপিআইএমের দিক থেকে বলা হচ্ছে, মুকুল রায় ও তাঁর রাজনৈতিক শিষ্য অর্জুন সিংয়ের রাজনৈতিক অবস্থান একই।

মুকুলবাবু বিজেপি ছেড়ে টিএমসিতে এলেও তিনি বিজেপিরই বলে বিধানসভার অধ্যক্ষ জানিয়েছেন। তবে তাঁর পুত্র টিএমসিতে চলে এসেছেন। আবার টিএমসি ছেড়ে বিজেপি হওয়া ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের ঘনিষ্ঠরা তৃণমূল শিবিরে ঢুকে পড়েছেন। জেলা রাজনৈতিক মহলের চাপা গুঞ্জন ফলাফল পরবর্তী দলত্যাগীদের তালিকায় অর্জুন সিংয়ের নাম আছে।

ভাটপাড়া পৌরসভার রাজনৈতিক পরিস্থিতি স্পষ্ট। তৃণমূল ক্রমে বিজেপির জমি গ্রাস করছে। টিএমসি মহলেই আলোচনা এভাবে বেশিদিন থাকতে পারবেন না অর্জুন সিং। তাকে মুকুল রায়ের মতো দিদির পদতলে আসতেই হবে। যেমন বাকিরা আসছেন। 

পাঁচ পুরনিগম ভোটের ফলাফল বলেই দিয়েছে, রাজ্যে বিরোধী দল বিজেপি ক্রমে প্রান্তিক শক্তি। দ্রুত উত্থান হচ্ছে সিপিআইএমের। বিশ্লেষকদের বেশিরভাগই একমত, আসন্ন পৌরভোটে ফলাফলে বিজেপি আরও প্রান্তিক দলে পরিণত হতে চলেছে।

এদিকে ভোট শতাংশে গতি দেখে বামফ্রন্ট নেতৃত্বের বগল বাজানো শুরু। ততোধিক শুকনো মুখ বিজেপির। বিরোধী দলটির আশঙ্কা প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের খাস এলাকা খড়্গপুর (পশ্চিম মেদিনীপুর) ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জায়গা কাঁথি (পূর্ব মেদিনীপুর) পৌরসভায় না চূড়ান্ত পরাজয় হয়। 

পুরনো সংঘীদের বেশিরভাগের ধারণা, জেলাভিত্তিক যে ভাঙন চলছে, তাতে বিজেপি ঘটি হারাচ্ছে দ্রুত। দলমত বিচার না করে বিধানসভা ভোটের আগে দরজা হাট করে খোলার খেসারত দিতে হবে আরও।