Weather: রাতভর বৃষ্টি একাধিক জায়গায়, দুর্যোগ কাটবে কবে?

সপ্তাহের মাঝামাঝি বৃষ্টিতে ভিজল রাজ্য। বৃহস্পতিবার বৃষ্টির পূর্বাভাস ছিল একাধিক জায়গায়। পূর্বাভাস সত্যি করে রাজ্যের একাধিক এলাকায় বজ্রবিদ্যুত সহ বৃষ্টি হয়েছে। শুক্রবার আকাশ থাকবে মেঘলা।…

Heavy rains with low pressure in the city of Kolkata

সপ্তাহের মাঝামাঝি বৃষ্টিতে ভিজল রাজ্য। বৃহস্পতিবার বৃষ্টির পূর্বাভাস ছিল একাধিক জায়গায়। পূর্বাভাস সত্যি করে রাজ্যের একাধিক এলাকায় বজ্রবিদ্যুত সহ বৃষ্টি হয়েছে।

শুক্রবার আকাশ থাকবে মেঘলা। রাজ্যের প্রায় সব জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়ায়। কলকাতা ও শহরতলীতে হালকা বৃষ্টির সম্ভাবনা। তবে উপকূলের জেলাহুলিতে বৃষ্টির সম্ভাবনা কম। উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর। তবে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস। আগামিকাল, শনিবার পর্যন্ত বৃষ্টি চলবে বেশ কয়েকটি জেলায়।

আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৫। স্বাভাবিক। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯১ শতাংশ, সর্বনিম্ন ৫৩ শতাংশ। আজ সকাল থেকে রাজ্যের একাধিক এলাকায় বজ্রবিদ্যুত সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বইতে পারে ঝোড়ো হাওয়া। বঙ্গোপসাগরের উপরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর জন্য স্থানীয় ভাবে মেঘ সৃষ্টি হবে। তার জেরেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।