BGBS 2022: ৪০ লক্ষ কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে ১০ হাজার কোটি ধার করছে মমতার সরকার

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন (BGBS 2022) থেকে বিপুল বিনিয়োগ, ৪০ লক্ষ কর্মসংস্থানের স্বপ্ন দেখা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাজার থেকে ১০ হাজার কোটি টাকা ধার…

WB government again take 10 thousand Crores credit from market

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন (BGBS 2022) থেকে বিপুল বিনিয়োগ, ৪০ লক্ষ কর্মসংস্থানের স্বপ্ন দেখা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাজার থেকে ১০ হাজার কোটি টাকা ধার নিতে চলেছে। রাজ্য কোষাগারে হাঁড়ির হাল সামাল দিতে এই পদক্ষেপ।

তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বাজার থেকে ধার করার প্রবণতা সর্বাধিক নজির গড়তে চলেছে। রাজ্য অর্থ দফতর সূত্রে খবর, আগামী মে মাসে সরকার বাজার থেকে ধার করবে সাড়ে পাঁচ হাজার কোটি (৫,৫০০ কোটি) টাকা। জুন মাসে ধার করবে সাড়ে চার হাজার (৪,৫০০ কোটি) টাকা। দু দফায় মিলিত ধারের পরিমাণ দশ হাজার (১০ হাজার কোটি) টাকা।

অর্থনীতিবিদরা আশঙ্কা করছেন, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ধারের পর ধার করছেন তা বিপজ্জনক। রাজ্যের মোট উৎপাদনের অনুপাতে ধার বেড়েই চলেছে।

বিশ্লেষণে উঠে আসছে, তৃণমূল কংগ্রেস রাজ্য সরকার যত টাকা ধার করছে তার ৭১.৫৩ শতাংশ চলে যাচ্ছে আগের ধার মেটাতে। ধারের চাকা বিপজ্জনক গতিতে ছুটছে পশ্চিমবঙ্গে।

অর্থনীতির বিশ্লেষণে আসছে, রাজ্যে কর্মসংস্থানমুখী তেমন কিছু হয়নি তৃণমূল কংগ্রেস সরকারের গত দশ বছরে। আসেনি কোনও শিল্প। নেই তেমন বিনিয়োগ। সেই সঙ্গে চলছে সরকারের দেওয়া বিভিন্ন ভাতা প্রকল্প। সেই প্রকল্পগুলির অর্থ বরাদ্দ করতে বিভিন্ন পরিকাঠামো তহবিল থেকে অর্থ সংযোজন করায় সংশ্লিষ্ট তহবিলে ধরছে টান। সেই ফাঁক ভরাট করতে বাজার থেকে ধারের পর ধার করছে বর্তমান সরকার।

এর মাঝে রাজ্যে বিনিয়োগের স্বপ্ন দেখিয়েছেন মুখ্যমন্ত্রী। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে তিনি বলেন, রাজ্যে ৪০ লক্ষ কর্মসংস্থান হতে চলেছে। অর্থনীতির বিশ্লেষকদের বড় অংশের মতামত, এই স্বপ্ন অধরাই থাকবে। বিনিয়োগের বিপুল প্রতিশ্রুতি আর বিনিয়োগ আসা সম্পূর্ণ আলাদা।