কলকাতার পাশাপাশি এবার রাজ্যের পাহাড়ি এলাকায় আইটি সেক্টরের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের দুটি পার্বত্য জেলা দার্জিলিং ও কালিম্পংয়ের জন্য আইটি সেক্টরের কথা জানলেন তিনি। শুক্রবার তিনি দার্জিলিং জেলার কার্সিয়াং থেকে একথা জানান।
পাহাড়ি এলাকার উন্নয়নের জন্য জিটিএ-কে ৭৫ কোটি টাকা দেবে রাজ্য সরকার। শুক্রবার কার্শিয়াংয়ের সভা থেকে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, পাহাড়ের দীর্ঘদিনের দাবি মেনে পৃথক স্কুল সার্ভিস কমিশনও গড়ে দেওয়া হবে। তিনি আরও বলেন তিস্তার বন্যায় যাদের ঘর ভেঙেছে তাদের জন্য নতুন ঘর তৈরি করে দেবে জিটিএ।