SSC Scam: পুকুরে ছুঁড়ে ফেলা TMC বিধায়কের মোবাইলে কী আছে? CBI জালে জীবনকৃষ্ণ

বছর শেষের চৈত্র সংক্রান্তিতে শিরে সংক্রান্তি হিসেবে CBI হাজির হয়েছিল। বাংলা নতুন বছরের ভোরে আরও অফিসারদের আগমন হল । মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল কংগ্রেস (TMC) বিধায়ক…

TMC leader Jiban Krishna Saha caught with job corruption manual

বছর শেষের চৈত্র সংক্রান্তিতে শিরে সংক্রান্তি হিসেবে CBI হাজির হয়েছিল। বাংলা নতুন বছরের ভোরে আরও অফিসারদের আগমন হল । মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল কংগ্রেস (TMC) বিধায়ক জীবনকৃষ্ণ সাহা আপাতত সিবিআই জালে টানা বারো ঘণ্টার বেশি ছটফট করছেন। আর মুর্শিদাবাদ(Murshidabad) জেলা তৃণমূল কংগ্রেস থেকে রাজ্য নেতৃত্ব উদ্বেগে। প্রশ্ন, জীবনকৃষ্ণের মোবাইলে কী আছে? নিয়োগ দুর্নীতির তদন্তে (SSC Scam) জড়িয়েছেন বিধায়ক।

TMC MLA Jiban Krishna Saha detained in connection with SSC scam

সিবিআই দেখেই নিজের দুটি মোবাইল বাড়ির পাশে পুকুরে ফেলে দেয় জীবনকৃষ্ণ সাহা। শুক্রবার থেকে সেই মোবাইল তুলে আনতে মরিয়া সিবিআই। ওই পুকুরের জল শুকিয়ে পাঁকের তলা থেকে মোবাইল তুলতে চেষ্টা করে যাচ্ছে সিবিআই।

শুক্রবার নিয়োগ দুর্নীতির তদন্তে বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে সিবিআই যায়। তাদের দেখে ভয়ে প্রথমে থতমত খেয়ে যান জীবনকৃষ্ণ। জিজ্ঞাসাবাদের মাঝে আতমকা নিজের মোবাইল বাড়ির পাশে পুকুরে ফেলে দেন বিধায়ক। তার বাড়ি থেকে নিয়োগ সংক্রান্ত বেশ কিছু নথি উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর। সে সব নথির মধ্যে রয়েছে বেশ কয়েকজন চাকরি প্রার্থীর নাম। সেই নামের পাশে লেখা রয়েছে কিছু টাকার অঙ্ক।

TMC leaders Jiban Krishna Saha and Anubrata Mondal in a political rally

তল্লাশি চলাকালীন বড়ঞার তৃণমূল কংগ্রেস বিধায়ক জীবনকৃষ্ণ সাহা আচমকা তার বাড়ির পাঁচিল টপকে পালানোর চেষ্টা করেন। তবে সজাগ ছিল কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। বিধায়ককে ধরে ফেলে রক্ষীরা। জানা যাচ্ছে বিধায়কের বাড়ি থেকে নিয়োগ দুর্নীতির বিস্তর নথি বাজেয়াপ্ত করেছে সিবিআই।