ATK Mohun Bagan : বাগানে আর হয়তো বাজবে না কৃষ্ণার বাঁশি

আগামী মরশুমে এটিকে মোহন বাগানে (ATK Mohun Bagan) রয় কৃষ্ণাকে (Roy Krishna) না-ও দেখা যেতে পারে। তাঁর বদলি হিসেবে লিগে খেলা প্রথম সারির এক স্ট্রাইকারকে…

Mohun Bagan Bangalore match report in ISL

আগামী মরশুমে এটিকে মোহন বাগানে (ATK Mohun Bagan) রয় কৃষ্ণাকে (Roy Krishna) না-ও দেখা যেতে পারে। তাঁর বদলি হিসেবে লিগে খেলা প্রথম সারির এক স্ট্রাইকারকে নেওয়ার জন্য ঝাঁপিয়েছে ক্লাব। কথাবার্তা অনেক দূর এগিয়েছে বলে খবর।

আলভারো ভাস্কুয়েজের সঙ্গে কথা চালাচ্ছে এটিকে মোহন বাগান। এমন কানাঘুষো আগেও শোনা গিয়েছিল। আলোচনা অনেকটা এগিয়েছে বলে সূত্রের খবর। সেক্ষেত্রে সবুজ মেরুন ক্লাবে ফিজির তারকা স্ট্রাইকারের সম্ভাবনা ক্রমেই কমছে।

   

এ বছরের ইন্ডিয়ান সুপার লিগে ছন্দে ছিলেন না রয়। চোট সমস্যার কারণে বেশ কয়েকটি ম্যাচে ছিলেন মাঠের বাইরে। কার্ড সমস্যাও ভুগিয়েছে তাঁকে। সব মিলিয়ে চেনা কৃষ্ণাকে এবার দেখতে পায়নি সবুজ মেরুন জনতা। তাঁকে ছাড়াই পরপর ম্যাচে অপরাজিত থেকেছে দল। এএফসি কাপ অভিযানেও ব্যাক টু ব্যাক জয় পেয়েছে এটিকে মোহন বাগান। রয় কৃষ্ণাকে ছাড়াই।

বাগানের ভারতীয় ফরোয়ার্ডরা ধারাবাহিক পারফরম্যান্স করেছেন। ডেভিড উইলিয়ামসের হ্যাটট্রিক রয়েছে। অতীতে ডেভিড গোল করলেও কৃষ্ণাই ছিলেন দলের প্রধান গোলমেশিন। লোপেজ হাবাসের আমলে একের পর এক ম্যাচে গোল পেয়েছিলেন তিনি। হুয়ান ফেরান্ডো কোচিংয়ে গোল স্কোরারের সংখ্যা বেড়েছে। বাগানের খেলা হয়েছে দল নির্ভর। আলভারো ভাস্কুয়েজ যেমন গোল করতে পারেন, তেমন করতেও পারেন। তাই তাঁর সঙ্গে চুক্তি চূড়ান্ত হলেও কৃষ্ণাকে দলে আর না-ও রাখতে পারে বাগান।