চার রাজ্য জয়ে বঙ্গে বিজয় মিছিল বিজেপির

 দেশের সবথেকে বড় রাজ্যে ফের একবার যোগী সরকার। সেই সঙ্গে আরও তিন রাজ্যেও সরকার গঠন করতে চলেছে বিজেপি। বাংলা বিজয় বিজেপির অধরা থাকলেও ওই চার…

 দেশের সবথেকে বড় রাজ্যে ফের একবার যোগী সরকার। সেই সঙ্গে আরও তিন রাজ্যেও সরকার গঠন করতে চলেছে বিজেপি। বাংলা বিজয় বিজেপির অধরা থাকলেও ওই চার রাজ্যের সাফল্যে উচ্ছ্বসির বিজেপির বঙ্গ ব্রিগেড। বৃহস্পতিবার চার রাজ্যে জয় নিশ্চিত হতেই বিজেপির বিজয় মিছিল দেখা গেল বাংলায়। হুগলী জেলার বিজেপির নেতাকর্মীরা বাজনা বাজিয়ে, গেরুয়া আবীর উড়িয়ে মিষ্টি মুখ করলেন।

উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, গোয়া এবং মনিপুরে অনুষ্ঠিত হয়েছিল বিধানসভা নির্বাচন। বৃহস্পতিবার সেই নির্বাচনের ভোট গণনা শুরু হতেই দেখা গিয়েছে গেরুয়া ঝড়। পাঞ্জাব ছাড়া সর্বত্রই এগিয়ে রয়েছে বিজেপি। চূড়ান্ত ফলাফল ঘোষণা এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। পাঁচ রাজ্যের মধ্যে পাঞ্জাবে সরকার গঠনের অবস্থায় ছিল না বিজেপি। মনিপুরে বিজেপির জয় নিশ্চিত ছিল। বাকি তিন রাজ্যে বিজেপি পরাস্ত হবে বলে দাবি করেছিল কংগ্রেস এবং অন্যান্য বিরোধীরা।

কিন্তু বাস্তবে ঘটল ভিন্ন। উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ এবং গোয়াতেও সরকার গড়তে চলেছে বিজেপি। গোয়ায় ক্ষীণ আশা দেখে সচেষ্ট হয়েছিল কংগ্রেস। প্রার্থীদের বিভিন্ন ধর্মীয় স্থানে নিয়ে গিয়ে শপথ করানো হয়েছিল যাতে তাঁরা দল ছেড়ে না যান। প্রয়োজনে অবিজেপি দলের সঙ্গে জোট করার কোথাও ভাবতে শুরু করেছিল হাত শিবিরের শীর্ষ নেতানেত্রীরা। কিন্তু সেই সকল জল্পনায় জল ঢেলে দিয়েছে জনতার রায়। গোয়াতেও ম্যাজিক ফিগারের কাছাকাছি পৌঁছে গিয়েছে বিজেপি। অনেক দূরে রয়েছে কংগ্রেস। জয় অধরা থেকে যাওয়ায় নয়। কংগ্রেস হাতছাড়া করেছে ফেলেছে পাঞ্জাব। ওই রাজ্যে গত পাঁচ বছর ধরে শাসন করছিল কংগ্রেস। সেখানে দেখা গিয়েছে ঝাড়ু ঝড়।

মোদী ম্যাজিক নাকি ফিকে হয়ে গিয়েছে। বারবার এই দাবি করেছে বিরোধী শিবির। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে দাঁত ফোটাতে পারবে না বিজেপি। হাতছাড়া হবে উত্তরপ্রদেশ। বারবার এই দাবি শোনা গিয়েছে বিরোধী নেতানেত্রীদের মুখে। যার নেতৃত্বে ছিল কংগ্রেস। কিন্তু বাস্তবে দেখা গেল ভিন্ন ছবি। মোদী ঝড়ে কার্যত মুছে গেল কংগ্রেস। পাঁচ রাজ্যের চারটিতেই সরকার গড়তে চলেছে বিজেপি।