East Bengal: কপাল খুলল ইস্টবেঙ্গলে খেলে যাওয়া ফুটবলারের

শিকে ছিঁড়ল ইস্টবেঙ্গলে (East Bengal) খেলে যাওয়া ফুটবলারের। জাতীয় দলে ডাক পেলেন নিখিল পূজারী।  https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400 বৃহস্পতিবারের খবর, জাতীয় দলের শিবিরে ডেকে পাঠানো হয়েছে নিখিল পূজারী,…

শিকে ছিঁড়ল ইস্টবেঙ্গলে (East Bengal) খেলে যাওয়া ফুটবলারের। জাতীয় দলে ডাক পেলেন নিখিল পূজারী। 

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

বৃহস্পতিবারের খবর, জাতীয় দলের শিবিরে ডেকে পাঠানো হয়েছে নিখিল পূজারী, হারমিপম রুইভা এবং লালোডিনলিয়ানাকে । দুটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে ভারতের। একটি বহারিনের বিরুদ্ধে, অপরটি বেলারুশের বিরুদ্ধে। রাশিয়া ইউক্রেন আক্রমণের পর পরিস্থিতি বদলেছে। আন্তর্জাতিক ফুটবল সংস্থার শাস্তির খাঁড়া নেমে এসেছে বেলারুশের ফুটবলের ওপরেও। আপাতত অনিশ্চিত বেলারুশের বিরুদ্ধে ভারতের ম্যাচটি। 

East Bengal
২০১৬-১৮ মরশুমে লাল হলুদ জার্সি গায়ে ১৪টি ম্যাচ খেলেছিলেন নিখিল পূজারী। জাতীয় দলের হয়ে নেমেছেন আটটি ম্যাচে।

১০ ই মার্চ থেকে পুনেতে শুরু হবে ভারতের জাতীয় শিবির।এরপর ২১ শে মার্চ বাহারিনে যাবে দল। সেখানে ২৩ মার্চ মুখোমুখি হতে চলেছে দুই দল।

অন্যদিকে ভারতের হয়ে মাঠে নামছেন না দলের অধিনায়ক সুনীল ছেত্রী। চোটের জেরে এই ম‍্যাচে খেলা হয়ে উঠবেনা তার।ইতিমধ্যে একথা বোর্ড’কে জানি দিয়েছেন ভারত অধিনায়ক।