Alipurduar: লোকালয়ে ঢোকা ভাল্লুক ঘুমপাড়ানি গুলিতে কাবু

শীত পড়তেই ভাল্লুকের আতঙ্ক ডুয়ার্সে। মঙ্গলবার সকালে বক্সা জঙ্গল থেকে একটি ভাল্লুক বেরিয়ে আলিপুরদুয়ার জেলার দক্ষিণ ঢালকর এলাকায় চলে আসে। এরপরই উত্তেজনা ছড়াই এলাকায়। জানা…

bear in Alipurduar

শীত পড়তেই ভাল্লুকের আতঙ্ক ডুয়ার্সে। মঙ্গলবার সকালে বক্সা জঙ্গল থেকে একটি ভাল্লুক বেরিয়ে আলিপুরদুয়ার জেলার দক্ষিণ ঢালকর এলাকায় চলে আসে। এরপরই উত্তেজনা ছড়াই এলাকায়। জানা যাচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে ভাল্লুকটি গ্রামের বিভিন্ন এলাকায় লাফিয়ে বেরায়। এরপর খবর দেওয়া হয় বনদফতরে। খবর পেয়ে বক্সা ব্যঘ্র প্রকল্পের আধিকারিক ও বনকর্মীরা পৌঁছে নেট দিয়ে গোটা এলাকা ঘিরে দেয়। প্রায় কয়েক ঘণ্টার প্রচেষ্টায় ঘুম-পাড়ানি গুলি ছুঁড়ে ভাল্লুকটিকে কাবু করে বনকর্মীরা। পরবর্তীতে ভাল্লুকটিকে উদ্ধার করে রাজাভাতখাওয়ায় নিয়ে যাওয়া হয়।

বনদফতরের এক কর্মী সংবাদমাধ্যমকে জানান, “আমরা সকাল থেকেই ঘটনাটা জানতে পেরেছিলাম, তারপর লোকেট করা হয়। রেঞ্জ অফিসার আমাকে খবর দেন তারপরে। আমাদের টিম আমরা রেডি করে নিয়ে চলে আসি এবং সফলভাবে আমরা রেস্কিউ করেছি। এটা ঢালকর এরিয়া, পূর্ব রাজাভাতখাওয়া রেঞ্জের অধীনে পরে। এটা সম্ভবত চেকোর জঙ্গল থেকে বেরিয়েছে। ভাল্লুকটি পূর্ব বয়স্ক। আমরা রাজাভাতখাওয়ায় নিয়ে যাচ্ছি, তারপরে বলতে পাড়ব এই বিষয়ে সম্পর্কে।“

“এই বছরে এই ঘটনা প্রথম। এই মুহুর্তে কোন খবর নেই তবে আমাদের বনকর্মীরা কোন দুর্ঘটনা ছাড়াই ভাল্লুকটিকে সফলভাবে উদ্ধার করেছে। অতি অল্প সময়ের মধ্যেই ভাল্লুকটি রেস্কিউ হয়ে গেছে,“ জানান বনকর্মী।