Parliament Security: ললিত ঝার বাগুইহাটির বাড়িতে দিল্লি পুলিশের তল্লাশি

সংসদ হানার তদন্তে কলকাতায় দিল্লি পুলিশ। ইকোপার্ক থানায় দিল্লি পুলিশ সেলের চারজন স্পেশাল অফিসার। ইতিমধ্যেই বাগুইহাটিতে পৌঁছে গেছেন তারা। ললিত ঝা শেষ থাকত বাগুইহাটিতেই। তার…

সংসদ হানার তদন্তে কলকাতায় দিল্লি পুলিশ। ইকোপার্ক থানায় দিল্লি পুলিশ সেলের চারজন স্পেশাল অফিসার। ইতিমধ্যেই বাগুইহাটিতে পৌঁছে গেছেন তারা। ললিত ঝা শেষ থাকত বাগুইহাটিতেই। তার পরিবারের লোক সেখানেই থাকত। তদন্তকারী দল কলকাতা পুলিশের সঙ্গে নিয়ে সেখানে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে। দিল্লির স্পেশাল পুলিশ সেল গতকাল ললিত ঝাঁর দুটি ডেরায় গিয়েছিল। সেখানে তারা তদন্ত তল্লাশি চালায়‌। আজ তারা পৌঁছে গিয়েছে বাগুইহাটিতে।

গতকাল বড়বাজারে তদন্ত হয়েছে। দিল্লি পুলিশের চারজনের দল ললিত ঝা এর বাড়ার লোককে নিয়ে বাগুইহাটিতে ভাড়া থাকা ফ্ল্যাটে যাচ্ছেন তদন্তকারীরা। হামলার দিন সকালে ললিত ঝা তার বাবা মাকে বিহার যাওয়ার জন্য ট্রেনে তুলে দেন। তারপর ১১ তারিখ ললিত ঝাঁ দিল্লিতে পৌঁছান। এই মুহূর্তে ললিত ঝা এর বাড়িওয়ালির বয়ান রেকর্ড করছে তদন্তকারী সংস্থার কর্মকর্তারা। ললিত ঝা ও তার পরিবার এই ফ্ল্যাট কবে ভাড়া নেন? কে কে থাকত? কাদের আসা যাওয়া ছিল? বেরোনোর সময় ললিত কী বলে যান? কোন নথি দিয়ে বাড়ি ভাড়া নেওয়া হয়েছিল?

জানা গেছে, তিনবছর ধরে ললিত ঝা ও তার পরিবার ভাড়া থাকত সেখানে। ললিত ঝা এর ফ্ল্যাটটি এখন তালা বন্ধ অবস্থাতে আছে। ফ্ল্যাটের চাবি বাড়িওয়ালির কাছে নেই তাই সেই ফ্ল্যাট তল্লাশি অভিযান করতে পারবেন না। ওই এলাকা কিছুটা দূরে ললিত ঝা এর বড়ো দাদা শম্ভু ঝাঁ ভাড়া থাকেন। তদন্তকারী দল সেই ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালাতে পারে বলে জানা যাচ্ছে।

পুলিশি তদন্তে উঠে এসেছে, মেদিনীপুরের হিমাংসুশেখর মান্না, যিনি হোয়াটসঅ্যাপ গ্রুপ সাম্যবাদী সুভাষ দলের অংশ ছিলেন। তিনি বলেছেন যে তিনি এই গোষ্ঠীর অংশ ছিলেন কিন্তু পরিকল্পনাটি জানার পরে তিনি এটি ছেড়ে দিয়েছেন।