CPIM : কুণাল ঘোষের মানহানি মামলায় জামিন বিমান-সেলিম-শতরূপের

শতরূপ ঘোষের গাড়ি বিতর্কে করা মামলায় জামিন পেলেন তিন সিপিএম নেতা। জামিন পেলেন বিমান বসু, মোহাম্মদ সেলিম সহ শতরূপ ঘোষ। সমন পেয়ে আদালতে হাজির হয়ে…

শতরূপ ঘোষের গাড়ি বিতর্কে করা মামলায় জামিন পেলেন তিন সিপিএম নেতা। জামিন পেলেন বিমান বসু, মোহাম্মদ সেলিম সহ শতরূপ ঘোষ। সমন পেয়ে আদালতে হাজির হয়ে ব্যক্তিগত বন্ডে জামিল নেয় এই তিন সিপিএম নেতা। এই মামলার পরবর্তী শুনানি রয়েছে ডিসেম্বরে। কুনাল ঘোষ বিদেশে থাকায় আজ তিনি আদালতে হাজির ছিলেন না। কমিশনে দেওয়া হলফনামায় দুলক্ষ টাকার সম্পত্তির কথা বলেও কিভাবে ২২ লক্ষ টাকার গাড়ি শতরূপের? সাংবাদিক বৈঠকে কুনাল ঘোষের অভিযোগ ঘিরে গোটা ঘটনার সূত্রপাত হয়। শতরূপের গাড়ি বিতর্কে কুনাল ঘোষের করা মানহানির মামলায় জামিন পেলেন তিন সিপিএম নেতা।

এ বিষয়ে সিপিএম নেতা মোহাম্মদ সেলিম জানিয়েছেন, ” আজকে তার নিজের মানহানি হয়েছে আবার। কারণ প্রথম দিকেই বলেছিলাম যার মান নেই তার হানি কিভাবে হবে। বিমানদাকে বলেছে মানহানি, সে নিজে একজন আসামী জেলখাটা। কেসটা একটা ফালতু বুনিয়াদের উপর করেছে, মিথ্যে কেস করেছে। এবং আজকে সেও নেই এবং তার উকিলও নেই”।

কুনাল ঘোষকে নিশানা করে বিমান বসু জানিয়েছেন,” ওনার কাজ হচ্ছে কেস ফাইল করা। ডেট পড়লে না আসা। অন্যদেরকে বিব্রত করা। যে ট্রেনিং পেয়েছেন সেই কাজটাই উনি করেছেন। আমরা বেকার বসে আছি। উনি এত ব্যস্ত লোক দেশে-বিদেশে ঘুরে বেড়ান”।