Mohun Bagan: মহামেডানের কাছে আটকে গিয়েও সুপার সিক্সে সবুজ-মেরুন

গত ম্যাচে পিয়ারলেস দলকে হারিয়ে সুপার সিক্সের লড়াই জিইয়ে রেখেছিল মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। তারপর আজ কল্যানীতে মিনি ডার্বি খেলতে মহামেডান স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হয়েছিল বাস্তব রায়ের ছেলেরা।

Mohun Bagan Secures Super Six

গত ম্যাচে পিয়ারলেস দলকে হারিয়ে সুপার সিক্সের লড়াই জিইয়ে রেখেছিল মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। তারপর আজ কল্যানীতে মিনি ডার্বি খেলতে মহামেডান স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হয়েছিল বাস্তব রায়ের ছেলেরা। নির্ধারিত সময়ের শেষে ২-২ গোলের ফলাফল নিয়ে অমীমাংসিতভাবে ম্যাচ শেষ করে দুই প্রধান। যারফলে, এক ম্যাচ বাকি থাকতে মোহনবাগানের হয়ে দাঁড়ায় ২৪ পয়েন্ট। ও ২৯ পয়েন্টে আসে মহামেডান স্পোর্টিং ক্লাব।

উল্লেখ্য, আজ ম্যাচের শুরু থেকেই যথেষ্ট চনমনে থাকে সাদা-কালো ব্রিগেড। একটা সময় তাদের আটকাতে কার্যত দিশেহারা পরিস্থিতি দেখা দেয় মেরিনার্সদের। আসলে ঘন ঘন আক্রমণে একেবারে নাস্তানাবুদ হওয়ার মতো পরিস্থিতি ছিল বাগান ডিফেন্ডারদের। সেই সুযোগকে কাজে লাগিয়েই ম্যাচের ঠিক ২০ মিনিটের মাথায় গোল করে সাদা-কালো ব্রিগেডকে এগিয়ে দেন রেমসাঙ্গা। যারফলে, ১-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় কলকাতার এই প্রধান। প্রথমার্ধের খেলার শেষে এই ফলাফল নিয়েই এগিয়ে থাকে ব্ল্যাক প্যান্থার্সরা। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ক্রমশ জ্বলে উঠতে থাকে মোহনবাগান ব্রিগেড।

ম্যাচের ঠিক ৫৮ মিনিটের মাথায় গোল করে দলকে সমতায় আনেন তরুণ তারকা কিয়ান নাসিরি। তবে সেখানেই শেষ নয় ৮০ মিনিটের মাথায় টাইসনের গোলে এগিয়ে যায় মোহনবাগান। তারপর ম্যাচের আরও দশ মিনিট মহামেডান খেলোয়াড়দের ধরাশায়ী করে বইতে থাকে সবুজ-মেরুন ঝড়। তবে অতিরিক্ত সময়ের একেবারে শেষ মুহূর্তে এসে গোল করে মহামেডানের পরাজয় বাঁচায় শেখ ফাইয়াজ। যারফলে, ২-২ গোলে শেষ হয় ম্যাচ। অন্যদিকে, আজকের এই ড্রয়ের দরুন এক ম্যাচ বাকি থাকতেই সুপার সিক্সে চলে যায় সুহেলরা।