Mumbai: ভয়াবহ অবতরণ, মুম্বই বিমান বন্দরে পিছলে গেল বিমান

বৃহস্পতিবার মুম্বই বিমানবন্দরে দুর্ঘটনা ঘটে। রানওয়েতে পিছলে গেল একটি বেসরকারি বিমান। অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে। খারাপ আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।…

Private plane skids off in Mumbai airport

বৃহস্পতিবার মুম্বই বিমানবন্দরে দুর্ঘটনা ঘটে। রানওয়েতে পিছলে গেল একটি বেসরকারি বিমান। অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে। খারাপ আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। বৃষ্টির কারণে অবতরণের সময় দৃশ্যমানতা ছিল ৭০০ মিটার। বিমানটিতে ৬ জন যাত্রী ও ২ জন ক্রু সদস্য ছিলেন। বিমান থেকে ২ যাত্রীকে বের করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী হতাহতের কোনও খবর নেই। বিমানটি বিশাখাপত্তনম থেকে মুম্বই আসছিল বলে সংবাদসংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে। এই দুর্ঘটনাটি রানওয়ে ২৭-এ ঘটেছে। বিমানবন্দরটি বর্তমানে অপারেশনের জন্য বন্ধ রয়েছে এবং পরিক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

VSR Ventures Learjet 45 এয়ারক্রাফ্ট VT-DBL ফ্লাইটটি ভাইজাগ (বিশাখাপত্তনম) থেকে মুম্বই যাচ্ছিল এবং অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে। বিকেল ৫টা ২ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। বিমানটি ভোপাল ভিত্তিক কোম্পানি দিলীপ ব্লিডকনের। সিভিল এভিয়েশনের মহাপরিচালক জানান, “VSR Ventures Learjet 45 এয়ারক্রাফ্ট VT-DBL অপারেটিং ফ্লাইট ভাইজাগ থেকে মুম্বাই এয়ারপোর্টের রানওয়ে 27-এ অবতরণের সময় রানওয়ে ভ্রমণে (ভীর অফ) জড়িত ছিল।”