Mohun Bagan: এশিয়ান গেমসে যোগ দিচ্ছেন সবুজ-মেরুনের এই তারকা ডিফেন্ডার

এবার ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রীকে সামনে রেখেই আগত এশিয়ান গেমসের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ফুটবল ফেডারেশন। মোট ১৭ জন ফুটবলারকে রাখা হয়েছে এই তালিকায়।

Deepak Tangri

এবার ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রীকে সামনে রেখেই আগত এশিয়ান গেমসের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ফুটবল ফেডারেশন। মোট ১৭ জন ফুটবলারকে রাখা হয়েছে এই তালিকায়। তবে বিগত কয়েকদিন ধরে দল গঠনের ক্ষেত্রে ভারতীয় ক্লাব ফুটবলের পাশাপাশি জাতীয় দলের একাধিক সক্রিয় মুখকে রাখার কথা শোনা গেলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি।

আসলে এই এশিয়ান গেমসে মূলত অনূর্ধ্ব ২৩ ফুটবলারদের খেলানোর কথা থাকলেও তিনজন করে সিনিয়র ফুটবলার খেলাতে পারে প্রত্যেকটি দেশ। এক্ষেত্রে ছেত্রীর পাশাপাশি সন্দেশ ও গুরপ্রীতকে রাখার কথা শোনা গেলেও তাদের ছাড়তে রাজি হয়নি ক্লাব গুলি। আসলে ফিফার স্বীকৃতি পাওয়া টুর্নামেন্ট না হওয়ার ক্লাব গুলিকে জোর দেওয়া সম্ভব নয় ফেডারেশনের পক্ষে। সেই সুযোগকে কাজে লাগানো হয়েছে ক্লাব গুলির তরফ থেকে।

   

ক্লাব ও ফেডারেশনের বাক বিতন্ডার দরুন দলে রাখা সম্ভব হয়নি নাওরেম মহেশ সিং থেকে শুরু করে আশিষ রাই, আনোয়ার আলি থেকে শুরু করে আকাশ মিশ্রার মতো ফুটবলারদের। যা নিয়ে কিছুদিন আগেই ক্ষোভ উগড়ে দিয়েছেন ভারতীয় দলের হেডকোচ ইগর স্টিমাচ। যতদূর জানা গিয়েছে তিনি নিজেও হয়ত যাবেন না এই টুর্নামেন্টে। সেক্ষেত্রে তার পরিবর্তে যেতে পারেন জুনিয়র দলের কোচ ক্লিফোর্ড মিরান্ডা। মূলত তার নেতৃত্বেই হয়ত খেলতে নামবে ভারতীয় দল। প্রথম ম্যাচেই তাদের মুখোমুখি হতে হবে চীনের বিপক্ষে। এসবের মাঝেই এবার এশিয়ান গেমসের জন্য দলের সঙ্গে যোগ দিচ্ছেন এক সবুজ-মেরুন তারকা।

তিনি দীপক টাংরি। বিগত কয়েক মরশুম ধরেই বাগান শিবিরের হয়ে রক্ষনভাগ সামাল দিয়ে আসছেন এই তারকা ফুটবলার। শেষ মরশুমে ও দেখিয়েছিলেন যথেষ্ট দাপট। এবার বছর চব্বিশের এই ফুটবলারকে পাঠানো হল জাতীয় শিবিরে। উল্লেখ্য, প্রত্যেক দলের কাছেই তিনজন করে সিনিয়র ফুটবলারকে দলে রাখার সুযোগ থাকে। এবার সেই তালিকায় যুক্ত হলেন মোহনবাগানের এই ভার্সেটাইল ফুটবলার।