Sanjay Sen: আইএসএল ফাইনাল নিয়ে ‘বিস্ফোরক’ সবুজ-মেরুনের প্রাক্তন কোচ

আইএসএল ফাইনাল নিয়ে ভবিষ্যৎবাণী করলেন সবুজ-মেরুনের প্রাক্তন কোচ সঞ্জয় সেন (Former ATK Mohun Bagan coach Sanjay Sen)।

Former ATK Mohun Bagan coach Sanjay Sen

আর মাত্র হাতে গোনা দুটো দিন। এরপরই গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে আইএসএল ফাইনাল (ISL final) খেলতে নামবে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) ও বেঙ্গালুরু এফসি। যা নিয়ে উন্মাদনা চরমে সকলের। একদিকে যখন বহু দিনের অপেক্ষার পর আইএসএল ট্রফি জিততে চাইছেন বাগান অধিনায়ক প্রীতম কোটাল।

ঠিক অন্যদিকে নিজের কেরিয়ারে আরো একবার আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেতে চাইছেন ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রী। এসবের মাঝেই আজ আইএসএল ফাইনাল নিয়ে ভবিষ্যৎবাণী করলেন সবুজ-মেরুনের প্রাক্তন কোচ সঞ্জয় সেন (Former ATK Mohun Bagan coach Sanjay Sen)। আসন্ন ফাইনাল ম্যাচে ঠিক কেমন হতে পারে ফলাফল সেই ইঙ্গিত উঠে আসলো তার থেকে।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

একটি জনপ্রিয় মাধ্যমের মুখোমুখি হয়ে কোচ বলেন, এবারের আইএসএল ফাইনাল যথেষ্ট কঠিন হতে চলেছে সবুজ-মেরুন ব্রিগেডের ক্ষেত্রে। এর কারন হিসেবে তিনি উল্লেখ করেন, বেঙ্গালুরু এফসির প্রবল সক্রিয়তা। যে দল লিগ টেবিলের একেবারে তলানিতে অবস্থান করত হঠাৎ সেই দল এবার আইএসএল ফাইনাল খেলছে। এক কথায় সুনীলরা এখন খোঁচা খাওয়া বাঘ। তাই এক্ষেত্রে যথেষ্ট সাবধানতা অবলম্বন করেই খেলতে হবে হুয়ান ফেরেন্দোর ছেলেদের কে।

তবে কোনও দলকেই বেশি আমোল দিতে নারাজ ময়দানের এই জনপ্রিয় কোচ। তার মতে ফাইনাল মানেই যেকোনো কিছুই ঘটতে পারে। যেকোনো দলের পক্ষে। তবে শেষ পর্যন্ত কাদের মাথায় ওঠে চ্যাম্পিয়নশিপের শিরোপা এখন সেটাই দেখার।

এটিকের সঙ্গে যুক্ত হওয়ার বেশ কিছু বছর আগে ময়দানের এই কোচের হাত ধরেই ১৩ বছরের শাপমোচন হয়েছিল সবুজ-মেরুন শিবিরের। সেবার কান্তিরাভায় বেঙ্গালুরু এফসির গোলে বল ঠেলে দিয়েছিলেন বাগান তারকা বেলো রোজ্জাক। এরপর বাকিটা আজও স্বপনের মতো, প্রতিটা মোহনবাগান সমর্থকদের কাছে। একযুগের ও বেশি সময় পরে কলকাতায় ফিরেছিল আইলিগ। তবে এখন সময় বদলেছে। কর্পোরেটের ছোঁয়া লেগেছে ভারতীয় ফুটবলে। তাই এখন এটিকের সঙ্গে গাটছঁড়া বেধেই আইএসএলে লড়াই করছে মোহনবাগান।