এশিয়ান গেমসের স্কোয়াড থেকে বাদ আপুইয়া, কিন্তু কেন?

চলতি বছরে আন্তর্জাতিক ক্ষেত্রে একের পর এক সাফল্য এনেছে ভারতীয় ফুটবল দল। প্রথম ত্রিদেশীয় টুর্নামেন্ট জেতার পর ভুবনেশ্বরের লেবাননের মতো কঠিন প্রতিপক্ষ দলকে ফাইনালে হারিয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপ জেতে ভারত।

Lalengmawia Apuia

চলতি বছরে আন্তর্জাতিক ক্ষেত্রে একের পর এক সাফল্য এনেছে ভারতীয় ফুটবল দল। প্রথম ত্রিদেশীয় টুর্নামেন্ট জেতার পর ভুবনেশ্বরের লেবাননের মতো কঠিন প্রতিপক্ষ দলকে ফাইনালে হারিয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপ জেতে ভারত। আর এই কাপ জয়ের অন্যতম সদস্য ছিলেন মুম্বাই সিটি এফসির তরুণ ফুটবলার লালেংমাওইয়া আপুইয়া।

গত জুন মাসে মঙ্গোলিয়ার বিরুদ্ধে যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছিলেন তিনি। কিন্তু এই টুর্নামেন্টের পর বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে দেখা মেলেনি এই ভারতীয় মিডফিল্ডারের। তবু এবারের এশিয়ান গেমসের জন্য স্কোয়াড বাছতে গিয়ে একাধিকবার উঠে এসেছিল এই তারকা ফুটবলারের নাম। কিন্তু তাও কেন সুযোগ পেলেন না তিনি? প্রশ্ন উঠতে শুরু করেছে সকলের মধ্যে।

   

বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে,গত ইন্টারকন্টিনেন্টাল কাপে একটি বিশেষ ঘটনা ঘটেছিল এই তারকা ফুটবলারের সঙ্গে। আসলে সেই সময় দলের মনোবিজ্ঞানী স্কোয়াডের সমস্ত খেলোয়াড়দের একটি করে প্রাথমিক প্রশ্নপত্র দিয়েছিলেন। যেটি নির্ধারিত সময়ের মধ্যে জমা দেওয়া সম্ভব হয়নি এই তরুণ মিডফিল্ডারের পক্ষে। পরবর্তীতে এই খবর গিয়ে পৌঁছায় দলের হেড কোচ ইগর স্টিমাচের কাছে। পরে সেই নিয়ে প্রতিবাদ করেন ইগর স্টিমাচ। এমনকি সময় এগোনোর সাথে সাথে নাকি তীব্র বিদাদ তৈরি হতে থাকে দুজনের মধ্যে। এবারের এই টুর্নামেন্টে তার দলে না থাকার কারন হিসেবে অনেকেই এই বিষয়কে গুরুত্ব দিচ্ছে।

তবে পরবর্তীতে এই নিয়ে সাংবাদিকদের তরফ থেকে প্রশ্ন করা হলে কোনো সঠিক উত্তর দেয়নি ফেডারেশন। অন্যদিকে, এবারের এশিয়ান গেমসে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে গিয়েছে ইগর স্টিমাচের। যতদূর জানা গিয়েছে, জুনিয়র দলের কোচ ক্লিফোর্ড মিরান্ডার তত্ত্বাবধানে এই টুর্নামেন্ট খেলতে নামবে ভারতীয় ফুটবল দল।