Bangladesh: বাংলাদেশি প্রেমিক পালিয়েছিল, তার ঘরেই ‘বৌমা’ হলেন পূর্ব বর্ধমানের রিয়া

প্রেমের টানে নিজের দেশ ছেড়ে বাংলাদেশে গিয়ে ভারতীয় তরুণী রিয়া বালা এখন ‘বৌমা’। প্রেমিক বিটু রায় বাংলাদেশি। আর প্রেমিকা রিয়ার দাবি, বিটু ভারতে গিয়ে তাকে…

India-Bangladesh love story

প্রেমের টানে নিজের দেশ ছেড়ে বাংলাদেশে গিয়ে ভারতীয় তরুণী রিয়া বালা এখন ‘বৌমা’। প্রেমিক বিটু রায় বাংলাদেশি। আর প্রেমিকা রিয়ার দাবি, বিটু ভারতে গিয়ে তাকে বিয়ে করেছেন এবং তারা সংসারও শুরু করেছেন। কিন্তু বাংলাদেশে ফেরার পর বিটু যোগাযোগ বন্ধ করে দিলে তার খোঁজেই তিনি এসেছেন।

বাংলাদেশে গিয়ে প্রেমিককে না পেয়ে প্রেমিকের বাড়িতে তিন দিন থেকে শেষে ভারতে ফিরে এসেছিলেন রিয়া। পুনরায় বাংলাদেশে যাওয়ার পর প্রশাসনের সহায়তায় ছেলের পরিবারের হাতে তুলে দেয়া হয় তাকে। ছেলের পরিবারও তাকে পুত্রবধূ হিসেবে গ্রহণ করেছে। আর এই খবরে ভারতীয় ওই নববধূকে একপলক দেখতে বিটুর বাড়িতে ভিড় করছে স্থানীয়রা।

ভারতের এই তরুণী রিয়া বালা পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের অম্বিকা কালনা এলাকার শ্যামলকান্তি বালার মেয়ে। সামাজিক যোগাযোগের মাধ্যমে বাংলাদেশের পঞ্চগড়ের তেঁতুলিয়ার উপজেলার দেবনগর ইউনিয়নের শিবচন্ডী এলাকার অখিল চন্দ্র রায়ের ছেলে বিটু রায়ের প্রেমে পড়েন।

গত ২৯ নভেম্বর ভারত থেকে বিটুর বাড়িতে এসে রিয়া বালা অভিযোগ করেন, দীর্ঘ প্রেমের সম্পর্কের পর বিটু পাসপোর্ট ভিসায় ভারতে গিয়ে ২১ সেপ্টেম্বর জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার শিকারপুর এলাকায় তাকে বিয়ে করে। তারা ভারতে একমাস সংসারও করেছে। এর মাঝে নিজ দেশে ফেরত গিয়ে বিটু যোগাযোগ বন্ধ করে দেয়ায় স্বামীর খোঁজে ২৯ নভেম্বর প্রথম বাংলাদেশে এসে তিনদিন ধরে বিটুর বাড়িতে অবস্থান করে হতাশ হয়ে ভারতে চলে আসে। এর মাঝে ৬ ডিসেম্বর (বুধবার) আবারও বাংলাবান্ধা স্থলবন্দরের ইমিগ্রেসনে রিয়া বালা এলে প্রশাসনের উপস্থিতে তাকে পরিবারের সদস্যদের হাতে তুলে দে়োয়া হয়।

বিটুর বাবা অখিল চন্দ্র রায় জানিয়েছেন, কিছুদিন আগে এই মেয়ে আমার বাড়িতে এসে অবস্থান নেয়। ছেলে বাড়িতে না থাকায় তিনদিন পর নিজ দেশে ফিরে যায় সে। তবে বুধবার (৬ ডিসেম্বর) বিকেলে আবারও সে বাংলাদেশে আসলে তেঁতুলিয়া উপজেলা প্রশাসন বিষয়টি আমাকে জানায়। পরে আমি বাংলাবান্ধা ইমিগ্রেসনে গিয়ে তাকে নিয়ে আসি। যেহেতু আমার ছেলের সঙ্গে তার বিয়ে হয়েছে বলে দাবি করেছে, তাই আমি তাকে আমার বৌমা হিসেবে মেনে নিয়েছি। তিনি আরও বলেন, আমার দুটি মেয়ে রয়েছে। বৌমাকে নিয়ে এখন আমার তিনটি মেয়ে। সকলে তাদের জন্য দোয়া করবেন। যেন তারা সুখে থাকতে পারে।

এদিকে স্বামীকে খুঁজে পাওয়ার লড়াইয়ে সফলতা পেয়ে খুশি ভারতীয় এই নববধূ। রিয়া বালা জানিয়েছেন, ‘যেটা নিয়ে এতদিনের লড়াই আমার, সেটা পেয়েছি। সৃষ্টিকর্তাকে শুকরিয়া জানাচ্ছি। আর বেশি কিছু বলতে চাচ্ছি না, আমার সম্পর্কে বা আমাদের বিয়ের ব্যাপারে আপনারা সবাই ভালো জানেন। তবে এটুকু বলতে চাই, আমি আবারও দেশে আসার পর আজ (বৃহস্পতিবার) তার পরিবার আদালতে আমাকে বৌমা হিসেবে গ্রহণ করে নিয়েছে।’