Hero Alom: হিরো আলমকে গুলি করে খুনের হুমকি

প্রকাশ্যে গুলি করে খুনের হুমকি দেওয়া হয়েছে বাংলাদেশের জনপ্রিয ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে (Hero Alom)। তার হোয়াটসঅ্যাপে এই হুমকি ও একটি পিস্তলের…

প্রকাশ্যে গুলি করে খুনের হুমকি দেওয়া হয়েছে বাংলাদেশের জনপ্রিয ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে (Hero Alom)। তার হোয়াটসঅ্যাপে এই হুমকি ও একটি পিস্তলের ছবি দেওয়া হয়। শনিবার হিরো আলম হোয়াটসঅ্যাপে মেসেজটির বিষয়ে বলেন। এরপরেই সামাজিক মাধ্যম তোলপাড়।

এর আগে গতবছর হিরো আলমকে ঢাকার উপনির্বাচনে প্রার্থী হওয়ার কারণে ভোটের দিন ভোটগ্রহণ কেন্দ্রেই গণপ্রহার করা হয়েছিল। সেই ছবি বিশ্বজোড়া বিতর্ক তৈরি করেছিল। ছবিতে স্পষ্ট হয়েছিল সেবার হামলাকারীরা ছিল শাসকদল আওয়ামী লীগের শাখা সংগঠন যুব লীগের সদস্যরা। বিতর্কের মুখে পড়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার হিরো আলম জানান, আমি সাধারণ মানুষের মতো চলাফেরা করি। সব স্থানে যাতায়াত করি। গুলি করে মারা তো খুব সহজ ব্যাপার। আবার হুমকি দেওয়ার কি আছে। হোয়াটসঅ্যাপে দেওয়া হুমকির স্ক্রিনশট নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন তিনি।

হোয়াটসঅ্যাপে সেই মেসেজে হিরো আলমকে উদ্দেশ্য করে লেখা- ‘তুই সাবধানে থাকিস। কতটুকু পড়ালেখা করছোস, তুই আসিফ মাহাতাব স্যারকে নিয়ে বাজে মন্তব্য করলি। তুই আমার পরিচয় নিবি নে। তোরে আমি দুদিনের ভেতরে মারমু, তোর কোন বাপে ঠেকায় দেখমু, তুই শেষ।’ এরপর আরও একটি হুমকি মেসেজ আসে। সেখানে লেখা হয়, তোর কতটুকু শক্তি আছে আমি দেখমু।’ এই মেসেজের তিন মিনিট পরেই একটা পিস্তলের ছবি পাঠানো হয়। আর সেখানে গালি দিয়ে লেখা হয়, ‘প্রকাশ্যে তোকে গুলি করমু।’

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনের উপনির্বাচনে ডাব প্রতীকে ভোটে দাঁড়িয়ে জামানত হারান হিরো আলম। এরআগে ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি বগুড়া-৪ ও ৬ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে অংশ নিয়ে হেরে যান। পরে গত বছরের ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের উপনির্বাচনেও অংশ নিয়েও পরাজিত হন তিনি। ২০১৮ সালের জাতীয় নির্বাচনে বগুড়া-৪ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করেও হেরে যান হিরো আলম