Mohammedan SC: গোকুলাম বধে বদ্ধপরিকর মহামেডান, কী ভাবছেন কোচ?

গতবারের সমস্ত হতাশা ভুলে এবার ব্যাপক ছন্দে রয়েছে মহামেডান স্পোর্টিং ফুটবল ক্লাব (Mohammedan SC)। মোট ৭টি ম্যাচের মধ্যে একটি ম্যাচে শেষ মুহূর্তে আটকে যেতে হলেও…

Mohammedan SC

গতবারের সমস্ত হতাশা ভুলে এবার ব্যাপক ছন্দে রয়েছে মহামেডান স্পোর্টিং ফুটবল ক্লাব (Mohammedan SC)। মোট ৭টি ম্যাচের মধ্যে একটি ম্যাচে শেষ মুহূর্তে আটকে যেতে হলেও বাকি ছয়টিতে জয় পেয়েছে এই ফুটবল দল। অর্থাৎ দল যে এবার ট্রফি জয়ের প্রবনতা নিয়েই মাঠে নেমেছে তা বলার কোনো অপেক্ষা নেই।

পাশাপাশি দলের ফুটবলারদের ও আত্মবিশ্বাস রয়েছে চরমে। এসবের মাঝেই এবার নৈহাটির বুকে অর্থাৎ বঙ্কিমাঞ্চল স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে মহামেডান। প্রতিপক্ষ দল হিসেবে রয়েছে শক্তিশালী ফুটবল দল গোকুলাম কেরালা এফসি। বর্তমানে লিগ জুড়ে সাদা-কালো ব্রিগেডের দাপট থাকলেও এই ম্যাচ যে খুব একটা সহজ নয় তা কিন্তু বলাই চলে। তবুও শেষ ম্যাচে শ্রীনিধি বধ করার পর এই ম্যাচে ও জয় তুলে নিতে চাইবেন মহামেডান কোচ আন্দ্রে চেরনিশভ।

উল্লেখ্য, এবছর ময়দানের বাকি দুই প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপারজায়ান্টস এর মতো দুই প্রধানকে হারিয়ে কলকাতা লিগ জয় করার পর থেকেই ব্যাপক ছন্দ দেখা দিয়েছে দলে। পাশাপাশি যথেষ্ট ভালো বোঝাপড়া তৈরি ও হয়েছে দলের ফুটবলারদের মধ্যে। তবুও আজকের এই ম্যাচ নিয়ে যথেষ্ট সাবধানী সকলে। আসলে আইলিগ জয়ী গোকুলাম বর্তমানে লিগ টেবিলের তলানিতে থাকলেও যেকোন সময়ে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রাখে তারা। সেইসাথে তাদের শক্তিশালী রক্ষনভাগ সহজেই ভোঁতা করে দিতে পারে অন্যান্য দলের আক্রমণ বিভাগকে। তবে সবদিক মাথায় রেখেই আজ খেলতে নামবে রেড রোডের এই ফুটবল ক্লাব।

বিশেষ করে আজও সকলের নজর থাকবে দলের দাপুটে দুই তারকা কাশিমভ ও আর্জেন্টাইন তারকা অ্যালেক্সিস গোমেজের দিকে। মাঝে কয়েক ম্যাচের জন্য শাস্তি থাকলেও তা উঠে যেতেই ফের নিজের জাত চিনিয়েছেন দুজনে। এছাড়াও সবাই মাঠে দেখতে চাইবেন দলের নতুন বিদেশী নেলারকে। তবে এতো তাড়াতাড়ি তিনি মাঠে আসেন কিনা এখন সেটাই বড় প্রশ্ন। তবে আজ ঘরের মাঠে ম্যাচ থাকায় কিছুটা আক্রমনাত্মক ভাবেই শুরু করতে চাইবেন সাদা-কালো দলের কোচ।