Bankura: পঞ্চায়েতে আর মুখ ফিরিয়ে রাখবেন না: অভিষেক

বাঁকুড়া তৃণমূলের গলার কাঁটা। গত লোকসভা নির্বাচনে বাঁকুড়া (Bankura) জেলাতে তৃণমূলের (tmc)বিপর্যয় হয়। বিধানসভা নির্বাচনেও জেলার একাধিক আসনে জয়ী হয় বিজেপি। বুধবার বাঁকুড়া জেলায় জনসভা…

MC leader Abhishek Banerjee

short-samachar

বাঁকুড়া তৃণমূলের গলার কাঁটা। গত লোকসভা নির্বাচনে বাঁকুড়া (Bankura) জেলাতে তৃণমূলের (tmc)বিপর্যয় হয়। বিধানসভা নির্বাচনেও জেলার একাধিক আসনে জয়ী হয় বিজেপি। বুধবার বাঁকুড়া জেলায় জনসভা থেকে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বললেন, এবার বিজেপি জিতলে মানুষের জন্য লড়াইয়ের সুযোগ থাকবে না।

   

ওন্দার সভা থেকে অভিষেক  বলেন, ২০১৯-এ আপনারা তৃণমূলের থেকে মুখ ফিরিয়েছেন, আমরা ফেরায়নি। একুশে ফিরিয়েছেন, আমরা ফেরাইনি। লক্ষ্মীর ভাণ্ডার-কন্যাশ্রী-স্টুডেন্টস ক্রেডিট কার্ড পাচ্ছে। আপনারা ভুলপথে পরিচালিত হয়ে ভোট দিয়েছেন, আমরা অভিমান করিনি।  তিনি বলেন, আপনিও মানুষ, আমিও মানুষ। আপনিও রক্তমাংসে গড়া, আমিও রক্তমাংসে গড়া। আপনি যদি নিজের অধিকারের জন্য না লড়েন, পরিবারের অধিকারের জন্য না লড়েন, তৃণমূল কংগ্রেসও আপনার অধিকারের জন্য লড়বে না।

বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বলেন, বিজেপি সাংসদদের মাটিতে দেখা যায় না। বাম আমলের কথা মনে করিয়ে তিনি বলেন, আগে মানুষের রাস্তায় হাঁটার অধিকার ছিল না। অনেক মহিলা যাঁরা বিয়ের পর প্রথম ৭-১০ বছর বামফ্রন্ট সরকার দেখেছেন, তাঁরা নিজেদের প্রশ্ন করুন। সেই সময়ে দুই হাতে কলসি নিয়ে ১০ কিলোমিটার যেতে হত জলের জন্য। এখন গ্রামে গ্রামে জলের পরিষেবা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পৌঁছে দিয়েছে।