বাসন্তীতে পঞ্চায়েত প্রধানের স্বামীকে খুনের চেষ্টা, বাম-তৃণমূল সংঘর্ষ

দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ছে। প্রধান নির্বাচিত হওয়ার পরে তাঁর স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টার পর অগ্নিগর্ভ পরিস্থিতি। নির্বাচিত প্রধানের নাম পারুল মন্ডল। আক্রান্ত পারুল মন্ডলের স্বামী শ্রীদাম মন্ডল। 

Advertisements

এই ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়। অভিযুক্তর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়।ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।আক্রান্তকে আশঙ্কাজনক অবস্থায় বাসন্তী থেকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।

   

তৃণমূলের অভিযোগের আঙুল বামেদের দিকে। পাল্টা বামেদের অভিযোগ পুরো ঘটনাই ঘটেছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে।

Advertisements

উল্লেখ্য, এদিন বাসন্তী ব্লকের একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকায় বোর্ড গঠনের কথা ছিল। সকাল থেকেই বোর্ড গঠনের কাজ শুরু হয়েছিল বাসন্তী পঞ্চায়েতেও। তার মাঝে পঞ্চায়েতের প্রধানের স্বামীর উপর ছুরি দিয়ে হামলা করা হয়। স্থানীয় বাসিন্দারাই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলছে তার। শ্রীদাম ও শ্রীদামের স্ত্রী দুজনেই আগে এই পঞ্চায়েতের প্রধান ছিলেন।

যার বিরুদ্ধে ছুরি নিয়ে হামলা চালানোর অভিযোগ তার বাড়ি আবার বাসন্তী থানার কাছে। এ ঘটনার পর তার বাড়িতে আগুন লাগিয়ে দেয়। ঘটনাস্থলে এসে পৌঁছেছে বাসন্তী থানার পুলিশ। ঘটনা খতিয়ে দেখছে। আগুন নেভাতে আসছে দমকল। উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়।