Attack On ED: সন্দেশখালিতে শাহজাহানের সব চিহ্ন মুছতে মরিয়া তৃণমূল

Sandeshkhali

ইডি অফিসারদের পেটানোর (Attack On ED) হুকুম দিয়ে বেপাত্তা  সন্দেশখালির তৃণমূল নেতা ও উত্তর ২৪ পরগনা জেলাপরিষদের মৎস্য কর্মাধক্ষ শেখ শাহজাহান। সেই শাহজাহানকে নিয়ে এবার নতুন বিতর্ক। তার যাতায়াতের চিহ্ন মুছে ফেলা হলো ধামাখালির এক বিলাসবহুল হোটেল থেকে।

শুক্রবার ইডি অভিযান হয় সন্দেশখালিতে। শাহজাহানের অনুগামী ও তৃণমূল সমর্থকদের হামলায় পালান ইডি অফিসাররা। সেই ঘটনার পর থেকে আত্মগোপনে তৃণমূল নেতা।

   

রেশন দুর্নীতির তদন্তে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ শেখ শাহজাহানকে ঝেড়ে ফেলছে তৃণমূল এমনই প্রশ্ন উঠছে। ধামাখালির হোটেল থেকে শেখ শাহজাহানের যাতায়াতের চিহ্ন সরিয়ে ফেলা হলো। হোটেলের সঙ্গে শাহজাহানের সম্পর্ক অস্বীকার করেছে ভাই আলঙ্গীর

ধামাখালীর লঞ্চঘাটের কাছে এই হোটেল ও তৃণমূল দলীয় কার্যালয় ঘিরে বিতর্ক তীব্র হয়েছিল। এখানে শেখ শাহজাহানের নিয়মিত যাতায়াত ছিল বলে স্থানীয় সূত্রে খবর। হোটেলের গেট ও রিসেপশন সহ সব জায়গায় ছিল দলীয় পতাকা। শুক্রবার শেখ শাহজাহান বেপাত্তা হওয়ার পর থেকে হোটেলের তালা বন্ধ সঙ্গে সরিয়ে ফেলা হয় দলীয় পতাকা। ফলে এটা পরিষ্কার যে শেখ শাহজাহানকে নিয়ে বর্তমানে এলাকায় অস্বস্তি বহাল।

ইতিমধ্যেই সন্দেশখালির ঘটনায় অভিযুক্ত শেখ শাহজাহানকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। শেখ শাহজাহানের বিরুদ্ধে ইতিমধ্যে লুক আউট নোটিশ জারি করেছে ইডি। এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়াকে নোটিশ পাঠানো হয়েছে। দেশের সবকটি বিমান বন্দরে পাঠানো হয়েছে সার্কুলার। শেখ শাহজাহানই নন, তাঁর পরিবারের সদস্যদের নামেও লুকআউট সার্কুলার জারি করা হয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন