Attack On ED: সন্দেশখালিতে ইডি আক্রান্তের দায় মমতার, বললেন সেলিম-অধীর

সন্দেশখালির ইডি আধিকারিকদের উপর আক্রমণের (Attack On ED) ঘটনা অত্যন্ত ভয়াবহ বলে ব্যাখ্যা করে এনআইএ তদন্তের দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।স্বরাষ্ট্র মন্ত্রী অমিত…

সন্দেশখালির ইডি আধিকারিকদের উপর আক্রমণের (Attack On ED) ঘটনা অত্যন্ত ভয়াবহ বলে ব্যাখ্যা করে এনআইএ তদন্তের দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে বিষয়টি দেখার জন্য অনুরোধও করেছেন তিনি। এবার সন্দেশখালির ঘটনার তীব্র নিন্দা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।

তিনি বলেন, ‘ইডি আধিকারিকদের উপর শাসক সরকারের গুন্ডাদের আক্রমণের পরে, এটি স্পষ্ট যে রাজ্যে কোনও আইনশৃঙ্খলা নেই। আজ তারা আহত, কাল তাদের হত্যা করা হতে পারে। এমন ঘটনা আমার কাছে বিস্ময়কর হবে না।’ পাশাপাশি শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে বিজেপিকে এক হাত নেন অধীর চৌধুরী। তিনি বলেন,এই ঘটনা নিয়ে বিজেপি সাম্প্রদায়িক সমীকরণের রাজনীতি করছে। এটাই বিজেপির নিকৃষ্টতা। প্রসঙ্গত, এই ঘটনার পর শুভেন্দু অধিকারী নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, এই ঘটনা ভয়ঙ্কর। আমি সন্দেহ করি রাষ্ট্র বিরোধী হামলাকারীদের মধ্যে রোহিঙ্গারা উপস্থিত রয়েছে।

সিপিআইএম রাজ্য সম্পাদক মোঃ সেলিম বলেন , তৃণমূল এমন মস্তান বাহিনীকে ব্যবহার করে, কোথাও মাওবাদীদের ব্যবহার করে মুক্তাঞ্চল তৈরী করেছিল। তৃণমূলের জন্মলগ্ন থেকে আমরা এই মুক্তাঞ্চল দেখছি যেখানে নেশার সামগ্রী, তস্করী সব চলবে। শুধু কালীঘাটে ৭৫ শতাংশ পাঠিয়ে দিতে হবে। পঞ্চায়েত ভোটের সময় এই এলাকায় বাম কর্মীদের মাথা ফাটিয়েছে এবার কেন্দ্র সরকারের আধিকারিকদের মাথা ফাটালো। অন ডিউটি অফিসারদের উপর বাধা সৃষ্টির জন্যে কেন ব্যবস্থা নেওয়া হবে না? তা নিয়ে প্রশ্ন তোলেন মোঃ সেলিম। এদের যারা মাতব্বর তাদেরও ধরতে হবে।

পাশাপাশি মিডিয়ার উদ্দেশ্যেও ক্ষোভ উগরে দেন। বলেন, এই সমস্ত লুটেরা, তস্করীদের ভালো নজরে থাকার চেষ্টা করলে কি হয় তা আজকে বুঝতে হবে। আজকে গণতন্ত্র আক্রান্ত। রাজ্যের শান্তি শৃঙ্খলা আক্রান্ত।

এই ঘটনা নিন্দাজনক বলে দাবি করেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, ‘এই ঘটনা নিঃসন্দেহে খুবই নিন্দনীয়। তবে এই ঘটনার পেছনে প্ররোচনা রয়েছে। যেভাবে যেখানে সেখানে কেন্দ্রীয় এজেন্সিদের লেলিয়ে দেওয়া হচ্ছে, তাতে সাধারণ মানুষ ক্ষেপে যাচ্ছেন। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে।’