DA Strike: কোষাগার লুঠকারীদের হুমকি উড়িয়ে সরকারি ধর্মঘটি কর্মীদের অভিনন্দন : সেলিম

ডিএ দাবিতে রাজ্য সরকারি কর্মচারিদের ধর্মঘটে  (DA Strike) স্তব্ধ পরিষেবা। সরকারের হুঁশিয়ারি উড়িয়েই ধর্মঘট চলছে। সেই সাথে জেলায় জেলায় বিক্ষোভ। ডিএ দাবিতে ধর্মঘটকে সমর্থন করে…

ডিএ দাবিতে রাজ্য সরকারি কর্মচারিদের ধর্মঘটে  (DA Strike) স্তব্ধ পরিষেবা। সরকারের হুঁশিয়ারি উড়িয়েই ধর্মঘট চলছে। সেই সাথে জেলায় জেলায় বিক্ষোভ। ডিএ দাবিতে ধর্মঘটকে সমর্থন করে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (MD Salim) বলেছেন, ধর্মঘটি কর্মচারিদের অভিনন্দন।

বাঁকুড়ায় বিষ্ণুপুরে দলীয় একটি অনুষ্ঠানে গিয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক বলেন, সরকারি কোষাগার যাঁরা লুট করছে, তাঁদের হুমকি ফুৎকারে উড়িয়ে দিয়ে মানুষ জাগছে, প্রস্তুত হচ্ছে। আজ যারা প্রাপ্য ডিএ-র দাবিতে ধর্মঘট করছেন, তাঁদের অভিনন্দন।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

ডিএর দাবিতে শুক্রবার ধর্মঘটের ডাক দিয়েছে সরকারি কর্মচারীদের ৪০ টি বেশি সংগঠন। বিগত বাম জমানারও আগে এমন সরকারি কর্মচারিদের ধর্মঘট হয়েছিল। এবার সেই অবস্থার মুখোমুখি তৃণমূল কংগ্রেস জমানা।

পূর্ব ঘোষিত সরকারি কর্মচারিদের ধর্মঘট চলছে রাজ্যে।সরকারি কর্মীদের ধর্মঘট রুখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া নির্দেশিকা জারি করেন। আর মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়ে কর্মচারি সংগঠনগুলির তরফে বলা হয়েছে ‘অচল হবে নবান্ন সহ রাজ্যের সব দফতর’। ‘টের পাবে চৌদ্দ তলা’ বলছেন ধর্মঘটি সরকারি কর্মচারিরা।

ধর্মঘট রুখতে নবান্নের তরফে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, সরকারি কর্মচারীদের শুক্রবার কাজে যোগ দিতেই হবে। শিক্ষা প্রতিষ্ঠানে সবাইকে সঠিক সময়ে যেতে হবে। অন্যক্ষেত্রেও একই নিয়ম থাকবে। নির্দিষ্ট কারণ ছাড়া কেউ যোগ না দিলে এক দিনের বেতন কাটা হবে বলে জানিয়েছে নবান্ন। একইসঙ্গে কর্মজীবন থেকে একদিন ছেদ যাবে বলে জানিয়েছে নবান্ন।

সরকারি কর্মচারিদের আন্দোলন মঞ্চের বক্তব্য, সরকার ভয় পেয়েছে বলেই এইভাবে চোখ রাঙাচ্ছে। কিন্তু সরকার ভুলে যাচ্ছে ধর্মঘট করা কর্মচারীদের আইনস্বীকৃত অধিকার। এইভাবে নির্দেশিকা দিয়ে ধর্মঘট রোখা যাবে না। শুক্রবার একেবারে চোদ্দতলা টের পাবে বলে জানাচ্ছেন তাঁরা। ধর্মঘট সমর্থনে এগিয়ে এসেছে বাম, বিজেপি সহ অন্যান্য বিরোধী দলগুলি।