Attack On ED: তৃণমূলের ঘেরাটোপ ভেঙে সন্দেশখালিতে আধা সেনা-ইডি অভিযান

প্রথমে মার খেয়ে পিছু হটে এবার সন্দেশখালির সরবেরিয়া গ্রামে ঢুকছে সিআরপিএফ জওয়ানরা সরবেরিয়া থেকে ২০ কিলোমিটার দূরে আরও বাহিনী জমায়েত। আরও একটি মিলিটারি ভ্যানে করে…

CRPF Entered Sandeshkhali, starting to surround Saraberia!

প্রথমে মার খেয়ে পিছু হটে এবার সন্দেশখালির সরবেরিয়া গ্রামে ঢুকছে সিআরপিএফ জওয়ানরা সরবেরিয়া থেকে ২০ কিলোমিটার দূরে আরও বাহিনী জমায়েত। আরও একটি মিলিটারি ভ্যানে করে এলেন সিআরপিএফ জওয়ানরা। হাইওয়ের ওপরেই দাঁড়িয়ে রয়েছেন তারা। সকালে রেশন দুর্নীতির তদন্তে ধৃত প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ শাহজানের বাড়িতে ঢুকতে গিয়ে মার খেয়ে পালান ইডি অফিসার (Attack On ED) ও রক্ষীরা। তাদের রক্তাক্ত ছবি ছড়িয়ে পড়ে। প্রবল বিড়ম্বনায় তৃ়নমূল সরকার। এরপর ফের অভিযান শুরু করল ইডি

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করছেন তারা। এদিন সরবেরিয়াতেই গায়ে হাত পড়েেছে সিআরপিএফ জওয়ানদের। কলা বাগান দিয়ে রীতিমতো দৌড় করানো হয়েছে। গায়ে পড়েছে উন্মত্ত জনতার কিল, চড়, ঘুষি। ঘটনাস্থল পরিদর্শন করছেন অ্যাসিস্ট্যান্ট কম্যান্টান্ট। তবে শাহ জাহানের বাড়ির আশপাশের এলাকা, অর্থাৎ যে জায়গায় আক্রান্ত হতে হয়েছে ইডি আধিকারিক ও সেন্ট্রাল ফোর্সকে, সেখানে এখনও ঢুকতে পারেননি জওয়ানরা। শাহজাহানের বাড়িতে এদিনই আবার তল্লাশি অভিযান চলবে কিনা, সে বিষয়েও কোনও সিদ্ধান্ত নিতে পারেনি ইডি।

প্রসঙ্গত, শুক্রবার সকালে সরবেরিয়ায় তদন্তে গিয়ে আক্রান্ত হতে হয় ইডি আধিকারিকদের। মাথা ফেটে রক্তাক্ত হয়েছেন দুই আধিকারিক। কোনওক্রমে দৌড়ে প্রাণে বেঁচেছেন কেন্দ্রীয় গোয়েন্দা ও আধিকারিকরা। পরে হাইওয়ের ধার থেকে বাইক-অটোয় লিফট নিয়ে গ্রাম থেকে বেরিয়ে আসেন। শেষ পাওয়া খবর অনুযায়ী, সল্টলেকে চিকিৎসাধীন দুই আধিকারিকরা। সূত্রের খবর, ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রকে গোটা বিষয়টি জানাতে চলেছে CRPF আরও সদর দফতরে জানিয়েছে ইডি।