Attack On ED: দোষ ইডির, সন্দেশখালির হামলার এমনই দাবি তৃণমূলের

শুক্রবার সকাল থেকে খবরের শিরোনামে উত্তর ২৪ পরগনার সন্দেশখালির সরবেরিয়া। রেশন বণ্টন দুর্নীতি মামলায় অভিযানে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিকরা এবং কেন্দ্রীয় বাহিনীর সদস্যরাও। সংবাদমাধ্যমের…

Sandeshkhali

শুক্রবার সকাল থেকে খবরের শিরোনামে উত্তর ২৪ পরগনার সন্দেশখালির সরবেরিয়া। রেশন বণ্টন দুর্নীতি মামলায় অভিযানে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিকরা এবং কেন্দ্রীয় বাহিনীর সদস্যরাও। সংবাদমাধ্যমের উপরও হামলা হয় খবর সংগ্রহ করতে গিয়ে। রীতিমত উত্তপত পরিস্থিতি সরবেরিয়ায়। শেষ পাওয়া খবর অনুযায়ী গ্রাম থেকে ২০ কিলোমিটার দূরে মোতায়েন করা হয়েছে আরও সিআরপিএফ জওয়ান। অপেক্ষা উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশের। ঘটনার পর তীব্র নিন্দা জানিয়ে কেন্দ্রের হস্তক্ষেপ এবং এনআইএ তদন্ত দাবি করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরই মাঝে ইডিকেই দোষ দিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।

ঘটনার খবর সম্প্রচারের কয়েকঘণ্টার মধ্যেই নিজের সোশ্যাল মিডিয়ায় লাইভ করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন যে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিক ও জওয়ানদের প্ররোচনাতেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।

   

কুণাল ঘোষ আরও বলেন, ”অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। উদ্বেগেরও বটে। তবে এর পিছনে রয়েছে প্ররোচনা।” তিনি বলেন, “লাগাতার, ধারাবাহিকভাবে, কার্যত রোজ, শুধুমাত্র তৃণমূলকে বেইজ্জত করবে বলে বিজেপির নির্দেশে কেন্দ্রীয় এজেন্সি ও কেন্দ্রীয় বাহিনী তল্লাশির নামে গ্রামে ঢুকে প্ররোচনা দিচ্ছে। যেখানে বিজেপি আমাদের সংগঠনের সঙ্গে পাল্লা দিতে পারছে না, সেই জায়গাগুলোতে বেছে বেছে যাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি। সেখানকার মানুষকে প্ররোচনা দিচ্ছে।”

উত্তপ্ত পরিস্থিতিতে দলীয় কর্মীদের উদ্দেশে কুণাল ঘোষ পরামর্শ দেন, “কোনও অবস্থায় কেউ কোনও প্ররোচনায় পা দেবেন না। দলের নেতৃত্ব গোটা জিনিসটা দেখছে। তারা যথাযথ সময়ে যা যা করার করবে।”

শুক্রবার সকালে রেশন বণ্টন দুর্নীতি মামলায় ইডির একটি দল এবং কেন্দ্রীয় বাহিনী নিয়ে সন্দেশখালিতে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি অভিযানে যায়। কিন্তু ইডি আধিকারিকদের দেখেই তেড়ে আসে স্থানীয়রা। হামলা হয় ইডি আধিকারিকদের উপর। শেষমেশ ঘটনাস্থল ছাড়তে হয় ইডি আধিকারিকদের। এই হামলার ঘটনায় তিন ইডি আধিকারিক আহত হয়েছেন বলে জানা গিয়েছে।