Ration Scam: ‘বালুর কিছু হলে…’ ইডিকে হুঁশিয়ারি দেওয়া মমতা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন

রেশন দুর্নীতি মামলায় (Ration Scam) বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কলকাতার বাড়িতে ইডি জেরা ও তল্লাশি চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা হুঁশিয়ারি দিয়েছিলেন, ‘‘বালুর (জ্যোতিপ্রিয় মল্লিক) শরীর খুব খারাপ।…

Worry for Chief Minister Mamata as Minister Jyotipriya Mallick Faces Serious Illness Amid Corruption Accusations

রেশন দুর্নীতি মামলায় (Ration Scam) বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কলকাতার বাড়িতে ইডি জেরা ও তল্লাশি চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা হুঁশিয়ারি দিয়েছিলেন, ‘‘বালুর (জ্যোতিপ্রিয় মল্লিক) শরীর খুব খারাপ। আজ যদি ও মরে যায়, তাহলে আমি কিন্তু ইডি ও বিজেপির বিরুদ্ধে এফ‌আইআর করব।”

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির কয়েক ঘণ্টা পর শুক্রবার ভোরে মন্ত্রীকে গ্রেফতার করে ইডি। এদিনই তাঁকে আদালতে নিয়ে যাওয়া হয়। জামিন আবেদন খারিজ হওয়ার পর এজলাসে গুরুতর অসুস্থ হয়ে পড়েন জ্যোতিপ্রিয় মল্লিক। ‘সুগারের রোগী’ জ্যোতিপ্রিয়কে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অ্যাম্বুলেন্সে মন্ত্রীর পরিস্থিতি ছবিতে দেখে চিন্তিত মুখ্যমন্ত্রী মমতা।

এদিন ছিল রাজ্য সররাকের পূর্বনির্ধারিত পূজা কার্নিভাল। সেই অনুষ্ঠানেই মুখ্যমন্ত্রীর কাছে খবর আসে গ্রেফতার হওয়া মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের অসুস্থ। তিনি দ্রুত বিশেষ আলোচনা করেন পুরমন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের সাথে। ফিরহাদের কাছেই আরও বিস্তারিত তথ্য পান মমতা। মুখ্যসচিব সহ রাজ্য শীর্ষ আমলাদের সাথে কথা বলেন মুখ্যমন্ত্রী।

এদিকে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন মন্ত্রী জ্যোতিপ্রিয়র পরিস্থিতি নিয়ে উদ্বেগে তাঁর আত্মীয়রা। তারা বলছেন বৃহস্পতিবার রাত থেকে জেরা ও শুক্রবার গ্রেফতারি সবমিলে ‘সুগারের রোগী’ জ্যোতিপ্রিয় মল্লিকের শারিরীক পরিস্থিতি নিয়ে চিন্তা আছে। তিনি এজলাসে অজ্ঞান হয়ে যান। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে বলেন বিচারক।

রেশন দুর্নীতির তদন্তে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে এই মামলার অপর ধৃত বিপুল সম্পত্তির মালিক বাকিবুরের ঘনিষ্ঠতা আছে। দুজনকে মুখোমুখি জেরা করতে চায় ইডি।