Assansol: ‘ভোটের পর কোথায় থাকবেন নিজের ঝুঁকি’, হুমকি তৃণমূল বিধায়কের

Narendranath Chakraborty MLA of Pandabeshwar

বিরোধীদের ভোট দিতে দেওয়া হয় না। গণতন্ত্রের হত্যা করা হয়। বিরোধী শিবিরের সেই অভিযোগের প্রমাণ মিলল তৃণমূল কংগ্রেস বিধায়কের মন্তব্যে। আসানসোল (Assansol) লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের আগে এই ভিডিও দেখিয়ে আসরে নেমেছে ভারতীয় জনতা পার্টি।

আসানসোল লাগোয়া পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর কেন্দ্রের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর একটি ভিডিও ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। কর্মীসভায় তিনি বলেছেন, “কট্টর বিজেপি সমর্থকদের চমকাতে হবে। তাঁরা যদি ভোট দেন, তাহলে তা দেবেন নিজের ঝুঁকিতে। যদি ভোট দিতে যান, তাহলে ধরে নেওয়া হবে বিজেপিকে ভোট দিয়েছেন। ফলে ভোটের পর কোথায় থাকবেন তা নিজের ঝুঁকি।”

   

ভিডিও ট্যুইট করে বিজেপি নেতা অমিত মালব্য লিখেছেন যে পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী যে হুমকি দিচ্ছেন, তাতে তাঁর জেলে থাকার কথা। কিন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের বদান্যতায় তিনি বাইরেই রয়েছেন। নির্বাচন কমিশনের এই ভিডিওটির নোট নেওয়া উচিত বলেও মন্তব্য করেছেন তিনি।

টি়এমসি বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেছেন, ভিডিওটি পুরনো। পঞ্চায়েত ভোটের জন্য কর্মীদের উজ্জীবিত করার জন্যই তিনি বলেছিলেন। তিনি আরও বলেন, পাণ্ডবেশ্বরে সব দলের কর্মীরা একসঙ্গে থাকেন। সেখানে শান্তিতে ভোট হয় বলেও দাবি করেছেন। বিজেপি সেই ভিডিও দেখিয়ে বাজার গরম করতে চাইছে। বিজেপি প্রচারের আলোয় আসতে চাইছে। তৃণমূলের বদনাম করার জন্যই এসব করা হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি।

এই মুখ খুলেছেন পান্ডবেশ্বরের প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। তিনি বলেন, “এর থেকেই পরিষ্কার আসানসোলের মানুষ ভোট দেওয়ার সুযোগ পেলে তৃণমূল হারবে। তিনি আরও বলেন, এই ধরনের হুমকি না দিলেই ভাল হয়।” নরেন্দ্রনাথ চক্রবর্তীকে অনুব্রত মণ্ডলের শিষ্য বলেও কটাক্ষ করেন জিতেন্দ্র তিওয়ারি।

আসানসোলের প্রাক্তন মেয়র বলেন, “অনুব্রত মণ্ডলকে কিছু দিনের মধ্যেই জেলে যেতে হবে আর উনি (নরেন্দ্রনাথ চক্রবর্তী) এধরনের হুমকি দেওয়া বন্ধ না করলে ওনাকেও জেলে যেতে হবে।”

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন