অসম-মেঘালয় সীমানা সমস্যা মেটালেও শাহর কাঁটা, রক্তাক্ত মিজো চেকপোস্ট

অসম (Assam) কেটে মেঘালয় (Meghalaya) তৈরির পর থেকে দুই রাজ্যের মধ্যে আন্ত:সীমানা বিবাদ চলেছে। সমস্যা সমাধানে মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মধ্যস্থতায় দুই রাজ্যের মুখ্যমন্ত্রী…

Assam-Meghalaya resolve border dispute in 6 locations

অসম (Assam) কেটে মেঘালয় (Meghalaya) তৈরির পর থেকে দুই রাজ্যের মধ্যে আন্ত:সীমানা বিবাদ চলেছে। সমস্যা সমাধানে মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মধ্যস্থতায় দুই রাজ্যের মুখ্যমন্ত্রী চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

অমিত শাহ বলেছেন, “অসম এবং মেঘালয়ের মধ্যে সীমানা নিয়ে গত ৫০ বছর ধরে বিবাদ চলছিল। ১২টি জায়গা নিয়ে সমস্যা ছিল, যার মধ্যে ছয়টির সমস্যা আজ সমাধান হয়ে গিয়েছে। এই ছয়টি এলাকার মধ্যে মোট সমস্যার ৭০ শতাংশ জায়গা রয়েছে। অবশিষ্ট ছয়টি এবং ৩০ শতাংশ এলাকার সমস্যা শীঘ্রই সমাধান করা হবে।”

   

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ও মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা কিছু বিতর্কিত এলাকার অবস্থান নিয়ে একমত হন।

তাৎপর্যপূর্ণ, বিতর্কিত জমি বিবাদের কারণে মিজোরাম ও অসম সীমানা হয়েছিল রক্তাক্ত। গত বছর দুই রাজ্যের পুলিশের মধ্যে গুলির লড়াই হয়। অসম পুলিশের ৬ কর্মীর মৃত্যু হয়। এই সীনানা বিবাদ এখনও মেটেনি। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন ২০১৪ সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই উত্তর-পূর্বের উন্নয়নে বিশেষ নজর দিয়েছিলেন।

কেন্দ্রীয় সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সংশ্লিষ্ট বিভাগের সকল আধিকারিকদের ধন্যবাদ জানিয়েছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা ও সেই সঙ্গে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

অসমের মুখ্যমন্ত্রী বলেছেন, “আজ ঐতিহাসিক দিন। আগামী ছয় থেকে সাত মাসের মধ্যে সকল সমস্যার সমাধান হয়ে যাবে। নতুন উদ্যমে এগিয়ে চলবে উত্তর-পূর্ব ভারত।” অসমের সঙ্গে অরুণাচল প্রদেশের সীমান্ত নিয়ে সমস্যা রয়েছে। সেই বিবাদ মেটানোর জন্য অমিত শাহের কছে আবেদন জানিয়েছেন হিমন্ত বিশ্বশর্মা।