জেলেনস্কিকে ফের খুনের চেষ্টা রাশিয়া, বরাত জোরে রক্ষা পেলেন প্রেসিডেন্ট

ফের রুশ সেনার বিশেষ ঘাতক বাহিনীর হামলার হাত থেকে প্রাণে বাঁচলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিযেভ পোস্টে প্রকাশিত খবর থেকে জানা গিয়েছে, রাশিয়ার বিশেষ গুপ্তঘাতক…

ফের রুশ সেনার বিশেষ ঘাতক বাহিনীর হামলার হাত থেকে প্রাণে বাঁচলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিযেভ পোস্টে প্রকাশিত খবর থেকে জানা গিয়েছে, রাশিয়ার বিশেষ গুপ্তঘাতক দল জেলেনস্কিকে ফের খুন করার চেষ্টা করেছিল। তবে তাদের সেই চেষ্টা ব্যর্থ করে দিয়েছে ইউক্রেনীয় সেনা।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২৫ জন রুশ সেনার এক বিশেষ দলকে স্লোভাকিয়া-হাঙ্গেরি সীমান্তে আটক করে ইউক্রেনীয় সেনা। এই বিশেষ বাহিনীর লক্ষ্য ছিল জেলেনস্কিকে হত্যা করা। ইউক্রেনের গোয়েন্দাবাহিনীর অনুমান, পুতিনের বিশেষ সামরিক বাহিনী ওয়াগনার গোষ্ঠী এই ঘটনায় জড়িত। বিভিন্ন যুদ্ধ বিধ্বস্ত দেশ খুন, ধর্ষণ, অপহরণ, লুঠপাট-সহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ আছে ওয়াগনার গোষ্ঠীর বিরুদ্ধে।

তবে ইউক্রেনীয় সেনার জেলেনস্কিকে হত্যা করার এই দাবি উড়িয়ে দিয়েছে ক্রেমলিন। উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসের শেষদিকে জেলেনস্কিকে হত্যা করার চক্রান্ত চালিয়ে ছিল রুশ সেনা। কিন্তু সেবার দেশের গোয়েন্দা বাহিনীর তৎপরতায় রক্ষা পেয়েছিলেন জেলেনস্কি।

এদিন ইউক্রেনীয় সেনার পক্ষ থেকে টুইট করে বলা হয়েছে, আবারও প্রেসিডেন্সিকে খুন করার চেষ্টা চালাল রুশ সেনা। তবে পুতিন বাহিনীর এই চেষ্টাকে তারা ব্যর্থ করে দিয়েছে। জেলেনস্কিকে খুন করার জন্য পুতিন ২৫ জনের এক বিশেষ প্রশিক্ষিত বাহিনীকে পাঠিয়েছিলেন। কিন্তু সৌভাগ্যের বিষয় যে, তাদের স্লোভাকিয়া-হাঙ্গেরি সীমান্তে আটক করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। কেন তারা গোপনে ইউক্রেনে ঢুকেছিল, কে এবং কেন তাদের পাঠিয়েছিল তা জানতে গোয়েন্দা বাহিনী ধৃতদের জেরা করছে।