ওকে জিজ্ঞেস করুন কাটমানির সংজ্ঞা কী? শাহকে কটাক্ষ মমতার

mamata

বিধানসভা নির্বাচনের এক বছর পর রাজ্যে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) বক্তব্য, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই সিএএ লাগু করতে হবে। পাল্টা মমতার জবাব, সিএএ বলতে আমি বুঝি চ্যাটার্ড অ্যাকাউন্টটেন্ট যেটা দেশের প্রয়োজন। শিলিগুড়ি থেকে তৃণমূলের বিরুদ্ধে কাটমানির অভিযোগ তুলেছেন অমিত শাহ।

Advertisements

জবাবে তৃণমূল সুপ্রিমো বলেন, ওঁর সব প্রশ্নের উত্তর আমি দেব না। তবে একটা কথা ওঁকে জিজ্ঞেস করতে চাই, পেট্রোপণ্য-ওষুধের নাম রোজ বাড়ছে। মানুষের পকেট থেকে টাকা কাটছে সেগুলো কী কাটমানি না ছাঁটমানি। ওকে জিজ্ঞেস করুন কাটমানির সংজ্ঞা কী? নাকি সেটাকে পকেট মানি বলব?

মমতার কথায়, ওরা রোজ মিথ্যে কথা বলে । রোজ বার বার একই কথা বলা মিথ্যেচার, ভ্রষ্টাচারের রাজনীতি করে বিজেপি। এক বছর আগে কী কথা অমিত শাহ বলেছিলেন? এক বছর পরে এসে তো অমিত শাহের মুখ লুকোনো উচিত।

Advertisements

mএদিন নতুন তৃণমূল ভবনে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমাদের প্রতি যেন মা মাটি মানুষের ভরসা অটুট থাকে। আমরা তাঁদের ভরসা করি। ভুল হলে ধরিয়ে দেবেন। কিন্তু কাজের সুযোগ যেন ঠিক মতো পাই। কাজ করতে অনুপ্রেরণা দেবেন। মানুষ মাত্রই ভুল হতে পারে। যদি কোনও ক্ষেত্রে কাজ করতে গিয়ে আমরা ভুল করে থাকি, কারও খারাপ লেগে থাকলে, আমরা ক্ষমাপ্রার্থী। মানুষের সঙ্গে থেকেই কাজ করতে হবে। একথা দলীয় কর্মীদের স্পষ্ট করে দিয়েছেন তিনি।