লোকসভার স্পিকারের নামে ভুয়ো অ্যাকাউন্টে অর্থ সাহায্যের আরজি

দেশে প্রতারকরা যে কী ভয়ঙ্কর হয়ে উঠেছে আরও একবার তার প্রমাণ মিলল। লোকসভার স্পিকার ওম বিড়লা ও রাজ্যসভার চেয়ারম্যান এম ভেঙ্কাইয়া নাইডুর নামে ভুয়ো অ্যাকাউন্ট…

Lok Sabha Speaker Om Birla

দেশে প্রতারকরা যে কী ভয়ঙ্কর হয়ে উঠেছে আরও একবার তার প্রমাণ মিলল। লোকসভার স্পিকার ওম বিড়লা ও রাজ্যসভার চেয়ারম্যান এম ভেঙ্কাইয়া নাইডুর নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলল প্রতারকরা ওই অ্যাকাউন্টে সাংসদদের অর্থ দান করতেও অনুরোধ করে প্রতারকরা।

লোকসভার স্পিকার ও রাজ্যসভার চেয়ারম্যান ছাড়াও জালিয়াতরা কেরল বিধানসভার স্পিকার এমবি রাজেশের নামেও ভুয়ো অ্যাকাউন্ট খুলে অর্থ দান করার আর্জি জানানো হয়।

বৃহস্পতিবার সকালে লোকসভার স্পিকার ওম বিড়লা ট্যুইট করে জানান, তাঁর নাম ও ছবি দিয়ে কেউ ভুয়ো অ্যাকাউন্ট খুলেছে। অ্যাকাউন্ট খোলা হয়েছে রাজ্যসভার চেয়ারম্যান এম ভেঙ্কাইয়া নাইডু ও কেরল বিধানসভার স্পিকার এমবি রাজেশের নামেও। বিশেষ তিনটি ফোন থেকে সাংসদ ও বিধায়কদের ফোন করে ওই অ্যাকাউন্টে অর্থ দান করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ওম বিড়লা ওই তিনটি ফোন নম্বরও উল্লেখ করেছেন। ফোন নম্বর তিনটি হল ৭৮৬২০৯২০০৮, ৯৪৮০৯১৮১৮৩, ৯৪৩৯০৭৩৮৭০ স্পিকার বলেছেন এই নম্বর থেকে যাদের ফোন করা হয়েছে তাদের সকলের কাছে আমার অনুরোধ এই অ্যাকাউন্টটা আমার নয়।

তিনি বলেন, রাজ্যসভার চেয়ারম্যান বা কেরল বিধানসভার অধ্যক্ষের নামে যে অ্যাকাউন্ট খোলা হয়েছে সেগুলি তাঁদের নয়। তাই ওই অ্যাকাউন্টে কেউ অর্থ সাহায্য করবেন না।

ইতিমধ্যে অর্থ ও স্বরাষ্ট্র মন্ত্রককে এই জাল অ্যাকাউন্টের ব্যাপারটি জানানো হয়েছে। কারা এই জালিয়াতির সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে।

উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু বলেছেন, তাঁর নামে খোলা ব্যাংক অ্যাকাউন্টে কোন ব্যক্তি যেন অর্থ সাহায্য না করেন। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।