Gujarat: বিধায়ক জিগনেশ মেভানি সহ ১২ জনের কারাদণ্ড

গুজরাটে সাধারণ মানুষের পরিস্থিতি কতটা দুর্বিষহ আরও একবার তার প্রমাণ সামনে এল। অভিজ্ঞতায় দেখা গিয়েছে, ২০১৪ সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি কেন্দ্রে ক্ষমতা দখল করার…

গুজরাটে সাধারণ মানুষের পরিস্থিতি কতটা দুর্বিষহ আরও একবার তার প্রমাণ সামনে এল। অভিজ্ঞতায় দেখা গিয়েছে, ২০১৪ সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি কেন্দ্রে ক্ষমতা দখল করার পর গেরুয়া দলের বিরুদ্ধে কেউ কোনও কথা বললে তাকে রাষ্ট্রদ্রোহী বলে চিহ্নিত করা হচ্ছে। সেই প্রবণতা গুজরাটেও যথারীতি বজায় রয়েছে।

বিনা অনুমতিতে সভা করার জন্য ভাদগামের নির্দল বিধায়ক জিগনেশ মেভানিকে ৩ মাসের কারাদণ্ড দিল মেহসানার আদালত। জিগনেশ ছাড়াও রেশমা প্যাটেল-সহ আরও ১১ জনকে একই সাজা দেওয়া হয়েছে।আর্থিক জরিমানার নির্দেশও দিয়েছেন বিচারক।

জানা গিয়েছে, ২০১৭ সালের ১২ জুলাই পুলিশের অনুমতি না নিয়েই বিজেপি সরকার বিরোধী একটি সভা করেছিলেন জিগনেশ। সেই সভায় উপস্থিত ছিলেন রেশমা প্যাটেল, সুবোধ পারমাররা। অনুমতি ছাড়াই সভা করার জন্য পুলিশ জিগনেশ ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে মামলা দায়ের হয়। দীর্ঘ পাঁচ বছর ধরে চলে সওয়াল জবাব।

বৃহস্পতিবার মেহসানার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জেএ পারমার মামলার রায় ঘোষণা করেন। বিচারক দোষী সাব্যস্ত সকলকেই ৩ মাসের কারাদণ্ড ১০০০ টাকা আর্থিক জরিমানার দেওয়ার নির্দেশ দিয়েছেন। রায় দিতে গিয়ে বিচারক বলেন, সভা করা কোনও অন্যায় বা অপরাধ নয়। কিন্তু বিনা অনুমতিতে সভা করা অবশ্যই অপরাধ। সর্বোপরি সরকারের নির্দেশ উপেক্ষা করার স্পর্ধা কখনওই মেনে নেওয়া যায় না।

আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন জিগনেশের আইনজীবী। চলতি বছরের ডিসেম্বর মাসেই গুজরাট বিধানসভা নির্বাচন। তার আগে জিগনেশের বিরুদ্ধে এই রায় নিঃসন্দেহে তাঁকে অস্বস্তিতে রাখবে।

এদিনের রায়ের প্রেক্ষিতে বলা যায় বিড়ম্বনা যেন কিছুতেই জিগনেশের পিছু ছাড়ছে না। কয়েকদিন আগেই প্রধানমন্ত্রীকে নিয়ে ট্যুইট করার জন্য তাঁকে গ্রেফতার করেছিল অসম পুলিশ।

রাজনৈতিক মহল মনে করছে, পুলিশ জিগনেশের বিরুদ্ধে সভার মত একটি সাধারণ বিষয়কে অনেক জটিল করে দেখিয়েছে। সেভাবেই মামলা সাজিয়েছে। সেকারণেই সামান্য একটি সভা করা নিয়ে এত বড় সাজা শোনালে আদালত। তবে বিজেপির চরিত্রের সঙ্গে এটা খাপ খেয়ে যায়। বিধানসভা নির্বাচনের আগে বিরোধীদের উপর দমনপীড়ন আরও বাড়বে।