জেলেই গেলেন BJP নেতা জীতেন্দ্র তিওয়ারি

জামিনের আবেদন নাকচ। ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দিলেন বিচারক। আসানসোলের প্রাক্তন মেয়র ও তৎকালীন তৃণমূল কংগ্রেস নেতা জীতেন্দ্র তিওয়ারি এখন বিজেপিতে। কম্বল বিলি অনুষ্ঠানের পদপিষ্ট হয়ে মৃত্যুর মামলায় জেলে যেতে হলো তাঁকে। গত বিধানসভা ভোটের আগে মমতার ঘনিষ্ঠতা ছেড়ে বিজেপিতে চলে আসেন জীতেন্দ্র তিওয়ারি।

Advertisements

মঙ্গলবার তাঁকে আসানসোল জেলা আদালতে সিজেএম তরুণকুমার মণ্ডলের এজলাসে তোলা হয়।পুলিশের তরফে জিতেন্দ্রর আরও ৫ দিনের পুলিশ হেপাজত চাওয়া হয়। অন্যদিকে, বিজেপি নেতার জামিনের আবেদন খারিজ করে ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেন বিচারক।

   

জীতেন্দ্র তিওয়ারি বলেন, ‘রামনবমীর আগে আমাকে বাইরে বেরোতে দিল না। পয়লা বৈশাখের আগে বেরোতে দেবে না কি না জানি না।

Advertisements

গত বছর ১৪ ডিসেম্বর আসানসোল রামকৃষ্ণডাঙায় কম্বল বিতরণ চলছিল। সেখানে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩ জনের। ওই ঘটনায় জীতেন্দ্র তিওয়ারি, তাঁর স্ত্রী চৈতালি তিওয়ারি-সহ ১৩ জনের নামে অভিযোগ দায়ের করা হয়। অনুষ্ঠানে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই মামলায় গত ১৮ মার্চ জীতেন্দ্র তিওয়ারিকে দিল্লির যমুনা এক্সপ্রেসওয়ে থেকে গ্রেফতার করে আসানসোল উত্তর থানার পুলিশ।