Sikkim: কোভিড হানায় কাঁপছে সিকিম, আছেন বহু বাঙালি পর্যটক

প্রাকৃতিক দুর্যোগের পর এবার কোভিড হামলা শুরু হয়ে গেল (Sikkim) সিকিমে। এ রাজ্যে ঘুরতে গিয়েছেন এমন হাজার হাজার পর্যটক ফিরছেন পশ্চিমবঙ্গে। ফলে তাঁদের মাধ্যমে করোনা…

প্রাকৃতিক দুর্যোগের পর এবার কোভিড হামলা শুরু হয়ে গেল (Sikkim) সিকিমে। এ রাজ্যে ঘুরতে গিয়েছেন এমন হাজার হাজার পর্যটক ফিরছেন পশ্চিমবঙ্গে। ফলে তাঁদের মাধ্যমে করোনা সংক্রমণ পশ্চিমবঙ্গে ছড়ানোর সম্ভাবনা বাড়ছে।

পিটিআই জানাচ্ছে, সিকিমে মঙ্গলবার আরও ৬ জনের দেহে COVID-19-এর সংক্রমণ চিহ্নিত হয়েছে যা এই বছরের এক দিনে সংক্রমণের সর্বোচ্চ সংখ্যা।

   

সিকিম সরকার জানাচ্ছে, নতুন ককে করোনা সংক্রমণে হয়েছে পাকিয়ং জেলা, পূর্বে এবং দক্ষিণ সিকিম জেলায়। হিমালয় রাজ্য সিকিমে এখন 12 জন সক্রিয় COVID-19 রোগী। ২০২০ সালের ২৩মে সিকিমে প্রথম COVID-19 রোগী চিহ্নিত হয়েছিল।

শীতের শেষে মার্চের পর্যটন মরশুমে পর্যটকরা সিকিমে গিয়েছেন। এবারে প্রবল তুষারপাত ও দুর্যোগের কারণে সিকিম ঘুরতে গিয়ে বহু পর্যটক আটকে পড়েছিলেন। তাদের উদ্ধার করেছে সেনা। দুর্যোগ চলছেই সিকিমে। এর পাশাপাশি এসেছে করোনা হানা।