Ishan Pandita: এই ভারতীয় ফরোয়ার্ডকে দলে নিতে মরিয়া মোহনবাগান, আসরে কেরালাও

চলতি মরশুমে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে এটিকে মোহনবাগান (Mohun Bagan)। সেই সাথে গোল্ডেন গ্লাভস ও উঠেছে দলের গোলরক্ষক বিশাল কাইথের হাতে।

Ishan Pandita - Young Indian Footballer, Playing for Club Deportivo Leganes

চলতি মরশুমে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে এটিকে মোহনবাগান (Mohun Bagan)। সেই সাথে গোল্ডেন গ্লাভস ও উঠেছে দলের গোলরক্ষক বিশাল কাইথের হাতে। মরশুমের শুরুতে মুম্বাই-হায়দরাবাদের দাপটের সামনে কিছুটা পিছিয়ে পড়লে ও ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করে সবুজ-মেরুন ব্রিগেড।

তবে আইএসএলের প্রথম লেগে প্রতিপক্ষ দলগুলোর সঙ্গে লড়াই করতে যথেষ্ট বেগ পেতে হয়েছিল প্রীতমদের। একটা টুর্নামেন্টের নকআউট খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিলেও ফিরতে লেগে কেরালা বধের পর নিজেদের স্বাভাবিক ছন্দে ফিরে আসে মোহনবাগান।

অতি সহজেই তারা পরাজিত করে ইস্টবেঙ্গলকে। তারপর আর ঘুরে তাকাতে হয়নি ফেরেন্দোর ছেলেদের। নকআউট পর্বে অনায়াসেই তারা পরাজিত করে ওডিশা এফসিকে। তারপর সেমিতে হায়দরাবাদ ও ফাইনালে বেঙ্গালুরু। উভয় ক্ষেত্রেই ট্রাইবেকারে মাধ্যমে নির্ধারিত হয় ম্যাচ। তবে আইএসএল জয় করলেও এখন স্প্যানিশ কোচের পাখির চোখ সুপার কাপ।

তাই এখন থেকেই অনুশীলন শুরু করে দিয়েছে দলের ফুটবলাররা। কিন্তু সমস্যা হল দলে বুমোস-দিমিত্রিদের মতো খেলোয়াড়রা থাকলেও নেই সেরকম কোনো ফরোয়ার্ড। তাই এখন থেকেই বিদেশি ফুটবলারদের পাশাপাশি দেশীয় তারকা ফরোয়ার্ড খুঁজতে মরিয়া সবুজ-মেরুন শিবির।

এক্ষেত্রে বিগত কয়েক মরশুম ধরেই এটিকে মোহনবাগানের নজরে রয়েছে দেশের তরুন ফরোয়ার্ড ইশান পন্ডিতা (Ishan Pandita)। গতবার তাকে দলে নেওয়ার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। এক কোটির বেশি অর্থে তাকে ছিনিয়ে নিয়েছিল জামশেদপুর এফসি। তবে আসন্ন জুন মাসেই চুক্তি শেষ হচ্ছে এই তারকা ফুটবলারের।

সেজন্য এখন থেকেই এটিকে মোহনবাগান রিক্রুটারদের নজরে রয়েছেন তিনি। পাশাপাশি ইশানকে দলে নেবার লড়াইয়ে নেমে পড়েছে কেরালা ব্লাস্টার্স। শোনা যাচ্ছে, আগামী মরশুমের জন্য একটি বিরাট অঙ্কের পারিশ্রমিকের বিনিময়ে তাকে দলে নিতে চায় কেরালা। তবে এই ফরোয়ার্ড কে দলে রাখার জন্য সবরকমের চেষ্টা চালাচ্ছে জামশেদপুর।