Sukanya Mandal: মেজাজ হারিয়ে বাড়ি ভাঙচুর করে ‘নিরুদ্দেশ’ কেষ্ট-কন্যা

Sukanya Mandal, daughter of Anubrata Mandal, in a distressed state

গোরু পাচার মামলায় ইডির তরফে ফের অনুব্রত কন্যা সুকন্যাকে Anubrata Mondal’s Daughter Sukanya Mondal) জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। কিন্তু হাজিরা এড়িয়েছেন তিনি। ইডিকে সেবিষয়ে অবগত করেছেন তিনি। শুক্রবার বাড়ি ফিরেই খেপে যান সুকন্যা।

জরুরি ভিত্তিতে ডেকে পাঠান বোলপুরের কেষ্ট ঘনিষ্ঠ একাধিক নেতাদের। এদের মধ্যে অনেকেই অনুব্রত মণ্ডলের বাড়িতে কাজ করতেন। কিন্তু সুকন্যা এত দিন কোথায় ছিলেন? তা এখনও অবধি কেউ জানত না।  শুক্রবার নিচুপট্টির বাড়িতে ঢুকেই ভাঙচুর চালান কেষ্ট কন্যা সুকন্যা মণ্ডল। তৃণমূলের স্থানীয় কর্মীদের সামনেই এমন করেন সুকন্যা।

   

গত ১১ অগাস্ট নিচুপট্টির বাড়ি থেকে গ্রেফতার হন বীরভূম জেলা তৃ়ণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। আসানসোল জেল থেকে সম্প্রতি তাঁকে দিল্লির তিহার জেলে নিয়ে যাওয়া হয়েছে। অভিযোগ, তাঁকে তিহাড় জেলে হেনস্থা করা হচ্ছে। এরপর সুকন্যার অভিযোগ, বাবা যখন কাছে ছিলেন, তখন সকলে পাশে ছিলেন। আজ অনুব্রত জেলে। সবাই তাঁর কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

খানিকটা মেজাজ হারিয়ে ফেলতে দেখা যায় তাঁকে। যা দেখে চমকে যান দলের নেতারা। পাশে থাকার বার্তা দেন অনেকেই। যদিও প্রকাশ্যে এবিষয়ে কেউ মুখ খুলতে চাননি। সূত্রের খবর, শুক্রবার রাতেই নিচুপট্টির বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। কোথায় গেছে? কারোর জানা নেই।

কিছুদিন আগেই জেলার নেতাদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে কেষ্ট জেলে থাকার দরুন জেলার নেতাদের সকলকেই সুকন্যার খেয়াল রাখার কথা জানান দলনেত্রী। এরপর এই ধরনের ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন