East Bengal: ইস্টবেঙ্গলের ঘর ভাঙতে রিজার্ভ টিমের ফুটবলারদের টার্গেট আইএসএল ক্লাবগুলির

534
East Bengal Reserves Football Team in action

আগামী মরশুমের দল গঠন নিয়ে বর্তমানে চরম ব্যস্ততা ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) শিবিরে। চলতি মরশুমের আইএসএলে দলের হতশ্রী পারফরম্যান্সের পর নড়েচড়ে বসে লাল-হলুদ কর্তারা। দলের লগ্নিকারী সংস্থার সঙ্গে বৈঠক করার পর সিদ্ধান্ত নেওয়া হয়, আসন্ন সুপার কাপের পড়েই ছাটাই করা হবে দলের কোচ স্টিফেন কনস্ট্যানটাইনকে। কিন্তু তার বদলে কাকে নতুন কোচ হিসেবে আনবে ক্লাব, তা এখনো জানা যায়নি।

গত ২৩ মার্চ আগামী মরশুমের দল গঠন নিয়ে ইনভেস্টারদের সাথে প্রথম আলোচনায় বসে লাল-হলুদ ক্লাব কর্তারা। তারপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানানো হয়, খুব তাড়াতাড়ি ঘোষণা করা হবে নতুন কোচের নাম। তারপর কেটে গিয়েছে আরও অনেকটা সময়। ইতিমধ্যে হয়ে গিয়েছে আরও দুটি ওয়ার্কিং কমিটির বৈঠক। তাতে ও যেন ধোঁয়াশা কাটছে না ইস্টবেঙ্গলের।

যতদূর জানা গিয়েছিল, ইমামি ইস্টবেঙ্গলের উইশ লিস্ট অনুযায়ী আগামী মরশুমে দলের কোচ হওয়ার দৌড়ে রয়েছে বহু হাইপ্রোফাইল নাম। যাদের মধ্যে রয়েছেন লোবেরা, হাবাস, হুসে মোলিনা এমনি বেঙ্গালুরু এফসির আইএসএল জয়ী কোচ কার্লোস কুয়াদ্রাত। তবে এখনো পর্যন্ত চূড়ান্ত কোনও কিছু জানা যায়নি কারুর থেকেই। পূর্বে মুম্বাই সিটি এফসি কে আইএসএল জিতেয়েছিলেন এই সার্জিও লোবেরা। বর্তমানে চিনের সিচুয়ানে রয়েছেন তিনি। লাল-হলুদে আসতে আগ্ৰহ দেখালেও কিছুটা সময় চেয়ে নিয়েছেন তিনি।

অন্যদিকে কার্লোস কুয়াদ্রাত বেঙ্গালুরু কে আইএসএল জেতালে ও এই মুহূর্তে ডেনমার্কের একটি ক্লাবে সহকারী কোচের দায়িত্ব সামলাচ্ছেন তিনি। ভারতে ফিরতে তার ও নাকি খুব একটা সমস্যা নেই। অন্যদিকে মোলিনা অনিশ্চিত থাকলেও বর্তমানে পুরোপুরি ফাঁকা আইএসএলের সবচেয়ে সফল কোচ আন্তোনিও লোপেজ হাবাস।

তবে যতদূর জানা গিয়েছে, লোবেরা কে আনার জন্য অলআউট ঝাঁপাতে চলেছে ইমামি ইস্টবেঙ্গল শিবির। পাশাপাশি দেশীয় ফুটবলার সই করানোর ক্ষেত্রে ও নজর রাখা হচ্ছে ক্লাবের তরফে। যদি কর্তাদের তরফে আগেই জানানো হয়েছিল, কোচের নির্দেশ মতোই খেলোয়াড় আনবে দল। তাই এখনো পর্যন্ত নাকি কোনো বিদেশি ফুটবলারের দিকে আগ্ৰহ প্রকাশ করা হয়নি।

অন্যদিকে, এবারের রিলায়েন্স ডেভলপমেন্ট লিগ খেলা লাল-হলুদ ফুটবলারদের দিকে নজর রেখেছে আইএসএলের অন্যান্য ক্লাব গুলি। বলাবাহুল্য, সিনিয়র দলের পারফরম্যান্স হতশ্রী থাকলেও বিনো জর্জের জুনিয়র টিমের পারফরম্যান্স মঞ জিতেছে সকল ইস্টবেঙ্গল সমর্থকদের। এবার কি তাহলে ঘর ভাঙতে চলেছে লাল-হলুদ শিবিরের ? এখন সেটাই দেখার।