BJP: ‘দলের জটিল রোগের ওষুধ নেই’ বঙ্গে সফর কমিয়ে বৈঠক বাতিলের পথে শাহ

ঢাক ঢোল পিটিয়ে মুরলীধর সেন লেনের বড় কর্তারা ঘোষণা করেছিলেন অমিত শাহ এলেই সব বিদ্রোহ বিক্ষোভের অবসান হবে। জানা যাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সফর ঘণ্টা কমিয়ে…

During Amit Shah's visit to Bengal

ঢাক ঢোল পিটিয়ে মুরলীধর সেন লেনের বড় কর্তারা ঘোষণা করেছিলেন অমিত শাহ এলেই সব বিদ্রোহ বিক্ষোভের অবসান হবে। জানা যাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সফর ঘণ্টা কমিয়ে দিয়েছেন। বিভিন্ন দলীয় রাজনৈতিক বৈঠক বাতিল করতে পারে (BJP) বিজেপি। এই খবরে উল্লসিত শাসক দল তৃণমূল কংগ্রেস। উড়ে আসছে কটাক্ষ, বঙ্গ বিজেপির জটিল রোগের ওষুধ নেই অমিত শাহর কাছে।

সিপিআইএমের কটাক্ষ, বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকাম্ত মজুমদার নিজেই তৃণমূল কংগ্রেসের অধ্যাপক সংগঠন ওয়েবকুপা সদস্য, এ খবর শাহকে বিড়ম্বনায় ফেলেছে। টিএমসি ও বিজেপি একই।

   

বিধানসভা ভোটের পর ধসে জেরবার বিজেপি। উপনির্বাচনগুলিতে বিরোধী দলের শক্তি খুইয়ে তিন নম্বরে নেমেছে বঙ্গ বিজেপি। ভোটের নিরিখে সিপিআইএম মূল বিরোধী হয়ে উঠে এসেছে তা স্বীকার করেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

জানা গিয়েছে ধুঁকতে থাকা বঙ্গ বিজেপির অন্দরে গোষ্ঠিকোন্দল থামাতে, ভোকাল টনিক দিতে অমিত শাহর সফর সূচি নির্ধারিত হয়েছিল। বুধবার রাতেই কলকাতা আসার কথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর৷ কিন্তু বৃহস্পতিবার আসছেন তিনি। তাঁর তিনদিনের সফরসুচির পরিবর্তে একদিনের সফরের কথাই বলা হয়েছে।

Advertisements

নয়া সফরসুচি অনুযায়ী, অমিত শাহ হিঙ্গলগঞ্জ, কল্যাণী এবং হরিদাসপুর- এই তিনটি সীমান্ত চৌকিতে বিএসএফের কর্তা ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ। ওই দিনেই বিএসএফের একটি মিউজিয়ামও উদ্বোধন করার কথা রয়েছে। বিকেল নাগাদ আবার কলকাতায় ফিরবেন তিনি।

তবে উত্তরবঙ্গে অমিত শাহের ঘোষিত কর্মসূচি সম্পর্কে এখনও স্পষ্ট করে কিছু বলা হয়নি স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। তাই বিজেপির কর্মীদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে।

শুক্রবার সকালে কোচবিহারের তিনবিঘার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর৷ সেখানে বিএসএফের অনুষ্ঠানে থাকার কথা ছিল। ওই দিনই আবার কলকাতায় ফিরে একটানা দুই দফায় দলীয় বৈঠকের কথা ছিল রাজ্য নেতৃত্বের সঙ্গে। আপাতত তা নিয়ে স্পষ্ট করে কিছুই জানানো হয়নি।