IPL 2022: ভাঙলেন রাবাডা, গড়লেন ধাওয়ান, হেলায় গুজরাট জয় পঞ্জাবের

লিগ টপার গুজরাট টাইটান্সকে হারিয়ে প্রয়োজনীয় অক্সিজেন জোগাড় করে নিল পঞ্জাব কিংস (Punjab Kings)। চলতি আইপিএলে দ্বিতীয় হারের স্বাদ পেল এবারের নতুন ফ্র্যাঞ্চাইজি টাইটান্স। মঙ্গলবার…

Punjab Kings

লিগ টপার গুজরাট টাইটান্সকে হারিয়ে প্রয়োজনীয় অক্সিজেন জোগাড় করে নিল পঞ্জাব কিংস (Punjab Kings)। চলতি আইপিএলে দ্বিতীয় হারের স্বাদ পেল এবারের নতুন ফ্র্যাঞ্চাইজি টাইটান্স। মঙ্গলবার হার্দিক পান্ডিয়ার দলকে ৮ উইকেটে হারাল মায়াঙ্ক আগরওয়াল অ্যান্ড কোং। ৪ ওভার বাকি থাকতে গুজরাটকে হেলায় হারাল পঞ্জাব।

এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় গুজরাট। কিন্তু তিন নম্বরে নামা তরুণ তারকা সাই সুদর্শন ছাড়া আর কেউই ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি। সুদর্শন ৫০ বলে ৬৫ রান করে অপরাজিত থাকেন। দ্বিতীয় সর্বোচ্চ রান ঋদ্ধিমান সাহার। ১৭ বলে ২১ রান করেন এই বঙ্গ তনয়। বাকিরা কেউই রাবাডার পেসের সামনে টিকে উঠতে পারেননি। একাই চার উইকেট নেন প্রোটিয়া পেসার রাবাডা। একটি করে উইকেট পেয়েছেন আর্শদীপ, লিভিংস্টোন, রাহুল চাহার ও ঋষি ধাওয়ান। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৪৩ রান তুলেছে গুজরাট।

   

পঞ্জাব এদিন নিজেদের ব্যাটিং অর্ডার পরিবর্তন করে। মায়াঙ্কের পরিবর্তে শিখর ধাওয়ানের সঙ্গে ওপেন করতে নামেন জনি বেয়ারস্টো। তবে তিনি চূড়ান্ত ব্যর্থ। শুরুর ধাক্কা অবশ্য দারুণ ভাবে সামাল দেন ধাওয়ান ও ভানুকা রাজাপক্ষ। ২৮ বলে ৪০ রান করে লঙ্কান তারকা রাজাপক্ষ যখন আউট হন, তখন পঞ্জাব জয়ের দোরগোড়ায়। তবে ধাওয়ান ছিলেন নিজস্ব মেজাজে। লিভিংস্টোনকে সঙ্গে নিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। ১৬ ওভারে ২ উইকেট খুইয়ে জয়ের রান তুলে নেয় পঞ্জাব। ৫৩ বলে ৬২ রান করে অপরাজিত থাকেন গব্বর। শেষ দিকে ঝড় তোলেন লিভিংস্টোন। মহম্মদ সামিকে টানা তিনটি ছক্কা হাঁকান তিনি। মাত্র ৯ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন তিনি।