Amit Shah: জলপাইগুড়ির ঘটনায় উদ্বিগ্ন শাহ, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার বার্তা দিয়ে টুইট

জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা জুড়ে ঘূর্ণিঝড়ের তাণ্ডব। ঝড়ের তাণ্ডবে উড়েছে ঘর-বাড়ি। মৃত্যু হয়েছে ৫ জনের। গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অনেকে। এই পরিস্থিতিতে উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা জুড়ে ঘূর্ণিঝড়ের তাণ্ডব। ঝড়ের তাণ্ডবে উড়েছে ঘর-বাড়ি। মৃত্যু হয়েছে ৫ জনের। গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অনেকে। এই পরিস্থিতিতে উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে জলপাইগুড়ির খোঁজ নেন তিনি। শুধু তাই নয়, নিজের এক্স হ্যান্ডেলে বাংলায় লিখে বাংলার জন্য় দুশ্চিন্তার কথা ব্য়াক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিজেপি কার্যকর্তাদের দেন ক্ষতিগ্রস্তদের পাশে থাকার বার্তাও।

স্বরাষ্ট্রমন্ত্রী নিজের এক্স হ্য়ান্ডেলে লেখেন, ‘ঝড়ের কারণে পশ্চিমবঙ্গ, আসাম এবং মণিপুরের ব্যাপক ক্ষয়ক্ষতির জন্য আমি গভীরভাবে উদ্বিগ্ন। মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছি এবং সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছি।’ শুধু তাই নয়, নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান, এবং আহতদের দ্রুত আরোগ্যও কামনা করেছেন শাহ। অন্য়দিকে, বিজেপির সমস্ত কার্যকর্তাদের এই সঙ্কটের সময়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার এবং তাদের সবরকম সাহায্য করার আবেদন জানিয়েছেন।

রবিবার রাতের বিমানেই জলপাইগুড়ি চলে যান মুখ্যমন্ত্রী। ঝড়ে মৃত দ্বিজেন্দ্রনারায়ণ সরকার এবং মৃত অনিমা বর্মণের বাড়িতে যান মমতা। পরে সেখানে থেকে মন্ত্রী অরূপ বিশ্বাসকে সঙ্গে নিয়ে যান জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। আহতদের সঙ্গে কথা বলেন, খোঁজ নেন তিনি। নবান্ন সূত্রে খবর, আপাতত কদিন ক্ষতিগ্রস্ত জলপাইগুড়িতেই থাকবেন মুখ্য়মন্ত্রী। আগামী ৪ এপ্রিল কোচবিহারে সভা করার কথা তৃণমূল সুপ্রিমোর। নির্ধারিত সূচি মেনেই হবে সেই জনসভা বলেই জানা গিয়েছে।

এদিকে জলপাইগুড়ি গিয়েছেন রাজ্য়পাল সি ভি আনন্দ বোসও। রাজভবনে খোলা হয়েছে জরুরি সেলও। আজ জলপাইগুড়ি যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।