Dilip Ghosh: মনে রাখবেন দিলীপ ঘোষ এখানে পা রেখেছে, কীর্তিকে বার্তা দিলীপের

লোকসভা ভোটের মুখে দুই প্রার্থীর মধ্যে বাঁক বিতন্ডা লেগেই রয়েছে। এ বলে আমায় দেখ তো ও বলে আমায় দেখ। বর্ধমান দুর্গাপুরে বিজেপির এবার প্রার্থী করেছে…

Kirti Azad

লোকসভা ভোটের মুখে দুই প্রার্থীর মধ্যে বাঁক বিতন্ডা লেগেই রয়েছে। এ বলে আমায় দেখ তো ও বলে আমায় দেখ। বর্ধমান দুর্গাপুরে বিজেপির এবার প্রার্থী করেছে বহুদিনের পুরোনো কর্মী দিলীপ ঘোষকে। অন্যদিকে তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদ। দুদিন আগেও দুজোনের বিরোধ সামনে এসেছে। নির্বাচনী এলাকায় দাঁড়িয়ে ফের কীর্তিকে সতর্ক করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

দিলীপ ঘোষ বলেন, ‘আমি বলেছিলাম সাবধানে থাকবেন আপনার ডানদিকে বাঁ দিকে যারা থাকে তাঁরা এখানকার গুন্ডা। আগে টিএমসি সামলা তারপর দেখবি বাংলা। আমি বলেছি কীর্তি আজাদকে ধাক্কা মারো পার্টির লোকদের পেটাও– তাতে কোনও অসুবিধে নেই কারণ তাদের এটা পাওনা আছে। মনে রাখবেন দিলীপ ঘোষ এখানে পা রেখেছে। যাদেরকে দিদিমনি নেতা বানিয়েছে সব সমাজবিরোধী। কর্পোরেশন ইলেকশনেও দেখেছি ভোট লুট হয়েছে। পুলিশ আর গুন্ডা ছাড়া তোমাদের কাছে কিছু নেই।’

   

গতবারের নির্বাচনী এলাকা থেকে এবারের নির্বাচনে দিলীপ ঘোষকে প্রার্থী করেনি বঙ্গ বিজেপি। বর্ধমান দুর্গাপুরে টিকিট পেয়ে ভোটের আসরে জোরকদমে নেমে পড়েছেন দিলীপ ঘোষ। স্থানীয় দলীয় কর্মীদের সঙ্গে এক আগে ক্রিকেট খেলে দিলীপ বলেন কোন পিচে কেমন খেলা খেলতে হয় সেটা তিনি ভালোই জানেন।

চুপ করে থাকেননি তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। তিনি দিলীপকে পালটা দিয়ে বলেন, মহিষাসুর এবার বধ হবে দুর্গাপুর বর্ধমানে। কীর্তি আজাদের কথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের টিম এবার দিলীপ ঘোষকে বধ করবে। তবে সাধারণ মানুষ এলাকায় সমগ্রিক উন্নয়ন চায়। ভোটবাক্সে তারা এবার নিজেদের সংসদ হিসেবে কাকে বেছে নেয় সেটাই এখন দেখার।