Himanta Biswa Sarma: রাহুলকে গ্রেফতারের হুঁশিয়ারি হিমন্তের

গ্রেফতার করবেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিকে। হুঁশিয়ারি দিলেন বিজেপি শাসিত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Assam Chief Minister: BJP’s Himanta Biswa Sarma)। এক সময় কংগ্রেসেই ছিলেন…

Rahul Gandhi, Himanta Biswa Sarma

গ্রেফতার করবেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিকে। হুঁশিয়ারি দিলেন বিজেপি শাসিত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Assam Chief Minister: BJP’s Himanta Biswa Sarma)। এক সময় কংগ্রেসেই ছিলেন হিমন্ত। দলবদলের পরে কী এমন বিদ্বেষ হল যে রাহুল গান্ধিকেই গ্রেফতারের হুঙ্কার দিলেন।

ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করেছেন রাহুল গান্ধি। মণিপুর থেকে মুম্বই যাবেন। বৃহস্পতিবার নাগাল্যান্ড থেকে অসমে ঢুকেছে রাহুলের যাত্রা। এ দিন জোরহাটে সভাও করেন রাহুল। অসমে আরও সফর বাকি। কিন্তু তাঁর আগে মুখ্যমন্ত্রীর হুঙ্কার।

কিন্তু কেন? অসমের রাজধানী গুয়াহাটিসহ বিভিন্ন জায়গা ঘুরে যাত্রার অনুমতি চেয়েছে কংগ্রেস। এতেই নারাজ অসমের মুখ্যমন্ত্রী। হিমন্ত বিশ্বশর্মার জানান, রাহুল গান্ধিকে শহরের মধ্যে ঢুকতে দেওয়া হবে না। সেই অনুমতি অসম প্রশাসন দেবে না। সেখানে স্কুল-হাসপাতাল আছে। যদি জোর করে মিছিল নিয়ে রাহুল গান্ধি শহরে প্রবেশ করেন তাহলে পুলিশের ব্যবস্থা করবে না অসম প্রশাসন। তবে বিকল্প পথে রাহুল গান্ধিকে পুলিশি নিরাপত্তা দেওয়া হবে বলে জানান হিমন্ত।

এখানেই থেমে থাকেননি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি বলেন, ‘‘রাহুল গান্ধি জোর করে শহরে ঢুকলে আমি মামলা করব। তবে এখন কিছু করব না। কয়েক মাস পরে ভোট মিটে গেলে তাঁকে গ্রেফতার করব। ’’

রাজনৈতিক মহলের একাংশের মতে, এর হুঁশিয়ারির পিছনেও কৌশল আছে হিমন্তের। নিরাপত্তায় বিঘ্ন ঘটানোর মামলা করবেন বলছেন, কিন্তু এখনই গ্রেফতার নয়। অর্থাৎ নিরাপত্তা ইস্যু নিয়ে লোকসভা ভোটের প্রচার করা যাবে। আর ভোটের আগে রাহুল গান্ধিকে গ্রেফতার মানে কংগ্রেসকে বাড়তি অক্সিজেন। সেই সুযোগ দেওয়া যাবে না। তাই মামলা এখন হলেও গ্রেফতার লোকসভা ভোটের পর।