Amit Shah: বঙ্গ বিজেপির বেহাল দশা দেখতে রাজ্যে অমিত শাহ

বিধানসভা নির্বাচন মিটে যাওয়ার এক বছরের বেশি সময় পর বঙ্গ সফরে আসছেন অমিত শাহ। কিন্তু এই এক বছরের বেশি সময় ধরে দলের অবস্থান সম্পর্কে অবগত…

বিধানসভা নির্বাচন মিটে যাওয়ার এক বছরের বেশি সময় পর বঙ্গ সফরে আসছেন অমিত শাহ। কিন্তু এই এক বছরের বেশি সময় ধরে দলের অবস্থান সম্পর্কে অবগত হলেও দ্বন্দ্বের আঁচ রাজধানী দিল্লি পর্যন্ত গেছে। রাজ্য বিজেপির বেহাল দৃশ্য দেখতে অমিত শাহর সফরে সঙ্গী হচ্ছেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শিলিগুড়িতে অমিত শাহর সভা ঘিরে কড়া নিরাপত্তা। বিজেপি এরই মধ্যে রাজ্য ভাগ করে উত্তরবঙ্গকে আলাদা করার কথা বলেছে। সেই বিতর্কে আরও ঘি ঢালবেন অমিত শাহ এমনই জল্পনা তুঙ্গে। তবে দলের অবস্থা খারাপ। গত উপনির্বাচন ও পুরভোটে তৃতীয় স্থানে নেমেছে বিরোধী দল।

   

গত কয়েকদিন ধরেই দলের অন্দরে একাধিক ইস্যুতে সরব হয়েছেন দলেরই একাংশ। বিজেপি রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে সরব হয়েছেন মন্ত্রী শান্তনু ঠাকুর সহ একাধিক বিধায়কও। শুরু থেকেই এবিষয়ে কেন্দ্রীয় নেতৃত্বের হস্তক্ষেপ চেয়েছিলেন তাঁরা। কিন্তু এখনও অবধি তা মেটেনি। বরং বিজেপির অন্দরেই বাড়ছে বিক্ষুব্ধদের সংখ্যা। এবার সেই সমস্যা সমাধানের পাশাপাশি বিক্ষুব্ধদের শান্ত হওয়ার টোটকা দিতে পারেন অমিত শাহ। তা নিয়েই চটজলদি আলোচনা সেরে নিতে দুই জনকে সফরসঙ্গী করতে চান অমিত শাহ।
শোনা যাচ্ছে, অমিত শাহের সরকারি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর এবং নিশীথ প্রামাণিক। শিলিগুড়ির সভা থেকে দলের কর্মীদের ঐক্য বজায় রাখতে এবং সংগঠনকে নতুন করে জাগিয়ে তোলার জন্য বিশেষ বার্তা দেবেন অমিত শাহ।

ইতিমধ্যেই কলকাতায় উপস্থিত হয়েছেন অমিত শাহ। সকালে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে বিএসএফের ৬টি অত্যাধুনিক ভাসমান আউটপোস্ট উদ্বোধনের করবেন তিনি। এরপর সুন্দরবন এলাকার জন্য বোট অ্যাম্বুল্যান্সেরও উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর বনগাঁর হরিদাসপুরে মৈত্রী সংগ্রহালয়ের শিলান্যাস করবেন।

এদিন বিকেল ৫ টা নাগাদ শিলিগুড়িতে রেলওয়ে ইনস্টিটিউট স্পোর্টস গ্রাউন্ডে জনসভা রয়েছে অমিত শাহের। সেখানে রাত কাটিয়ে আগামিকাল সকালে কোচবিহার জেলার তিনবিঘা সফরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কলকাতায় ফিরে দুপুরে বিজেপি সাংসদ, বিধায়ক, পদাধিকারীদের সঙ্গে বৈঠক। এরপর সন্ধেয় যোগ দেবেন ভিক্টোরিয়া মেমোরিয়ালে সাংস্কৃতিক অনুষ্ঠানে।