AMC Election: পুরনিগম ভোটের আগে আসানসোলে হুড়মুড়িয়ে ভাঙল বিজেপি

ভোট পিছিয়ে গিয়েও শান্তি নেই। রাজ্যে বিরোধী দল বিজেপির ভাঙন জেলায় জেলায় বিরাট চেহারা নিতে চলেছে। আসানসোল পুরনিগম ভোটের (AMC Election) আগে দুশোর বেশি বিজেপি…

AMC Election

ভোট পিছিয়ে গিয়েও শান্তি নেই। রাজ্যে বিরোধী দল বিজেপির ভাঙন জেলায় জেলায় বিরাট চেহারা নিতে চলেছে। আসানসোল পুরনিগম ভোটের (AMC Election) আগে দুশোর বেশি বিজেপি সমর্থক ফের ফিরে গেলেন শাসক তৃণমূল কংগ্রেসের ঘরে। বিধানসভা ভোটে এরাই বিজেপিতে ভিড়েছিলেন।

পশ্চিম বর্ধমান জেলায় বিজেপি হুড়মুড়িয়ে ভাঙছে। দলীয় প্রচারে এসে সেটাই আন্দাজ করেছেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। জেলা তৃণমূল কংগ্রেসের দাবি, বিজেপির অস্তিত্ব শেষ হতে চলেছে। আসানসোল পুরনিগম ভোটে এটা স্পষ্ট হয়ে যাবে।

কলকাতা পুরনিগম ভোটে তৃতীয় স্থান পেয়েছে বিজেপি। তাৎপর্যপূর্ণভাবে দ্বিতীয়স্থানে এসেছে বামফ্রন্ট। সেই ধাক্কায় উত্তর থেকে দক্ষিণ বিজেপির ভাঙন আরও চওড়া হয়েছে। দলের ভিতর বিদ্রোহ অসন্তোষ এমনই যে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নির্দেশে খোলনলচে বদলাতে গিয়ে আরও অসন্তোষ বেড়েছে।

আসানসোল থেকে সাংসদ নির্বাচিত হয়ে বাবুল সুপ্রিয় দলত্যাগ করার পর ভাঙন আরও তীব্র। বিজেপির মন্ডল সভাপতির পদ আগেই ছেড়েছিলেন। এবার দল ছাড়ছেন বিভিন্ন ওয়ার্ডের নেতারা।

পুরনির্বাচনে পছন্দ মাফিক ওয়ার্ড না মেলায় দুশোর বেশি সমর্থক নিয়ে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন জেলা সম্পাদক সুধা দেবী, সহ সভাপতি তনুজা সিনহা, মহিলা মোর্চার মন্ডল সভানেত্রী স্বপ্না মুখোপাধ্যায়, বুথ সভাপতি জয়প্রকাশ কেশরী সহ বহু কর্মী-সমর্থক। মন্ত্রী মলয় ঘটকের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন বিজেপি ত্যাগীরা।অনুষ্ঠানে ছিলেন মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, পশ্চিম বর্ধমান জেলা আইএনটিটিইউসির সভাপতি অভিজিৎ ঘটক প্রমুখ।

তৃণমূল কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে গিয়েছেন আসানসোল পুরনিগমের প্রাক্তন মেয়র জীতেন্দ্র তেওয়ারি। বিজেপির ভরাডুবিতে তিনিও মমতা শিবিরে ফিরতে মরিয়া বলেই গুঞ্জন। বিজেপি নেতা কর্মীদের টিএমসিতে যাওয়ার বিষয়ে তিনি দলের রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। জীতেন্দ্র তেওয়ারি বলেন, ‘‘পুরনো কর্মীদের দলে কোনও গুরুত্ব নেই। নতুনরা এসে কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঘুরছে।’’