Vivek Oberoi Celebrates Army Day: সেনা দিবসে ‘ভার্সেস অফ ওয়ারে’র ঘোষণা বিবেকের

ভারতীয় সেনা দিবস (Army Day)  উপলক্ষে অভিনব শ্রদ্ধার্ঘ্য। নতুন ছবির নাম ঘোষণা করলেন অভিনেতা বিবেক ওবেরয় (Vivek Oberoi) ।নিজের সোশ্যাল পেজে খবরটি জানিয়েছেন বিবেক নিজেই।…

Vivek Oberoi's new film Verses of War

ভারতীয় সেনা দিবস (Army Day)  উপলক্ষে অভিনব শ্রদ্ধার্ঘ্য। নতুন ছবির নাম ঘোষণা করলেন অভিনেতা বিবেক ওবেরয় (Vivek Oberoi) ।নিজের সোশ্যাল পেজে খবরটি জানিয়েছেন বিবেক নিজেই। ছবির নাম ‘ভার্সেস অফ ওয়ার’ (Verses of War)। এদিন শুধু ছবির নাম ঘোষণাই হয়নি, টিজারও প্রকাশ্যে এসেছে।

টিজারের শুরুতে দেখা গেল দেশমাতৃকার নিরাপত্তার দায়িত্বে বন্দুকধারী বিবেক ওবেরয়কে। এই ছবিতে বিবেক এক জওয়ানের চরিত্রে অভিনয় করেছেন। টিজার শুরু হয়েছে কবিতার মাধ্যমে।প্রত্যেকটা শব্দে রয়েছে দেশপ্রেমের ছোঁয়া। তাই ছবি মুক্তির দিন হিসেবেও বেছে নিয়েছেন সাধারণতন্ত্র দিবসকে।

আগামী ২৬ জানুয়ারী মুক্তি পাচ্ছে এই ছবি। তবে বিবেকের ‘ভার্সেস অফ ওয়ার’ পূর্ণদৈর্ঘ্য ছবি নয়, স্বল্পদৈর্ঘ্যের ছবি।ছবিতে বিবেক ছাড়াও অভিনয় করেছেন রোহিত রায়।১৫ বছর পর একসঙ্গে স্ক্রিন শেয়ার করলেন এই দুই অভিনেতা।বিবেক যেখানে একজন ভারতীয় সেনার ভূমিকায় অভিনয় করেছেন,সেখানে রোহিত রায়কে দেখা যাবে একজন পাকিস্তানি সেনা আধিকারিকের চরিত্রে।

ছবিটি পরিচালনা করেছেন প্রসাদ কদম।স্বল্প দৈঘ্যের এই ছবিটি মুক্তি পাবে FNP মিডিয়া ইউটিউব চ্যানেলে। ‘ভার্সেস অফ ওয়ার’ প্রসঙ্গে কথা বলতে গিয়ে বিবেক জানিয়েছে, “দেশের সাহসী যোদ্ধাদের স্যালুট জানাই, যাঁরা সর্বদা আমাদের নিরাপত্তার চাদরে মুড়ে রাখেন। যাঁরা আমাদের শান্তি বজায় রাখার জন্য নিঃস্বার্থভাবে নিজেদের প্রাণ বলিদান দেন,সেসব হিরোদের কখনও ভুলে যাওয়া উচিত নয় আমাদের।”