Tsunami: সাগর গভীরে দানবের ঘুম ভাঙল, প্রবল সুনামিতে লন্ডভণ্ড টোঙ্গা

ঘুমন্ত দানব জেগে উঠেছে। ঘুম ভাঙতেই রূদ্র রূপ দেখাতে শুরু করেছে। প্রবল অগ্ন্যুৎপাতের ধাক্কায় সুনামি(Tsunami) আঘাতে লন্ডভন্ড প্রশান্ত মহাসাগরের দ্বীপদেশ টোঙ্গা। বিবিসি জানাচ্ছে, প্রশান্ত মহাসাগরীয়…

ঘুমন্ত দানব জেগে উঠেছে। ঘুম ভাঙতেই রূদ্র রূপ দেখাতে শুরু করেছে। প্রবল অগ্ন্যুৎপাতের ধাক্কায় সুনামি(Tsunami) আঘাতে লন্ডভন্ড প্রশান্ত মহাসাগরের দ্বীপদেশ টোঙ্গা।

বিবিসি জানাচ্ছে, প্রশান্ত মহাসাগরীয় দ্বীপদেশ টোঙ্গাতে সুনামি আঘাত হেনেছে। অগ্ন্যুৎপাতের জেরে এই সুনামি হয়েছে।ভিডিওতে দেখা গেছে, বিশাল ঢেউ আছড়ে পড়ছে টোঙ্গার সমুদ্রপাড়ে।এর আগে টোঙ্গার আবহাওয়া অফিস জানায়, পুরো দ্বীপে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

শনিবার সমুদ্রগর্ভে আগ্নেয়গিরি থেকে হঠাৎ অগ্ন্যুৎপাত শুরু হয়।সমুদ্র থেকে বিরাট বিরাট ঢেউ আছড়ে পড়তে শুরু করে সৈকতে।

শুক্রবার ভোররাতে সমুদ্রগর্ভে ওই আগ্নেয়গিরি জেগে উঠেছে। অগ্ন্যুৎপাতের তীব্র শব্দ স্পষ্ট শোনা যায়।  তারপর সমুদ্রে ছাই-পাথর ছড়িয়ে পড়েছে, পুরো আকাশ লাভার ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়।

উপগ্রহ চিত্রে ধরা পড়েছে ৫ কিলোমিটার অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়েছে লাভা। সেই লাভা উদ্গীরণের ফলে নির্গত ছাইয়ের আস্তরণ, ধোঁয়া এবং গ্যাস সমুদ্রের উপর আকাশ ২০ কিমি পর্যন্ত উঠতে দেখা যায়।

টোঙ্গার কাছে এই সমুদ্রগর্ভে এই আগ্নেয়গিরি থেকে প্রতিবেশি দেশ নিউজিল্যান্ডের দূরত্ব ২,৩০০ কিমি। সেখানেও ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।