Ramnavami: ছাদ থেকে পাথর বৃষ্টিতে আহত কমপক্ষে ১৮, গর্জে উঠল বিজেপি

২০২৩-এর পর ২০২৪ সাল, রামনবমীতে (Ramnavami) ফের একবার ব্যাপক হিংসার ঘটনার সাক্ষী থাকল বাংলা। রামনবমী উপলক্ষে পশ্চিমবঙ্গের দুটি জায়গায় হিংসা ছড়িয়ে পড়ে। মুর্শিদাবাদ জেলার বেলডাঙা…

২০২৩-এর পর ২০২৪ সাল, রামনবমীতে (Ramnavami) ফের একবার ব্যাপক হিংসার ঘটনার সাক্ষী থাকল বাংলা। রামনবমী উপলক্ষে পশ্চিমবঙ্গের দুটি জায়গায় হিংসা ছড়িয়ে পড়ে। মুর্শিদাবাদ জেলার বেলডাঙা শহরের একটি মসজিদের সামনে থেকে শোভাযাত্রা বের করার পর দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ বাঁধে বলে অভিযোগ। শুধু তাই নয়, বোমা বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।

একই সময়ে মেদিনীপুরের এগরায় দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ হয় এবং অগ্নিসংযোগ করা হয়। জানা যাচ্ছে, এই সংঘর্ষের ঘটনায় এখনঅ পর্যন্ত ১৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে দুই নাবালক, এক মহিলা ও কয়েকজন পুলিশকর্মী রয়েছেন। অন্যদিকে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য হিংসার কিছু ভিডিও শেয়ার করেছেন। নিজের এক্স হ্যান্ডেলে তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের লজ্জা। আরও একবার রামনবমীর শোভাযাত্রা রক্ষা করতে ব্যর্থ হন তিনি।’

মুর্শিদাবাদের রেজিনগরে হিন্দু ভক্তদের টার্গেট করা হয়েছে বলে অভিযোগ। রেজিনগরে একটি বাড়ির ছাদ থেকে লোকজনের পাথর ছোঁড়ার একটি ভিডিও অবধি প্রকাশিত হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অমিত মালব্য আরও লেখেন, ‘বাংলা ভেঙে পড়ছে এবং এর জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বিদ্বেষমূলক ও সাম্প্রদায়িক বক্তব্যের কারণেই গোটা বাংলায় রামভক্তদের উপর হামলা হয়েছে। মুর্শিদাবাদে ব্যাপক দাঙ্গার পর এখন মেদিনীপুরের এগরায় শ্রীরামের ভক্তদের টার্গেট করা হয়েছে। রামনবমী শোভাযাত্রায় নৃশংস হামলার প্রতিবাদে বিজেপি কার্যকর্তারা এখন এগরা থানা ঘেরাও করবে। বাঙালি হিন্দুদের রক্ষা করতে ব্যর্থ হওয়ার জন্য বাংলার মুখ্যমন্ত্রীকে অবশ্যই জবাবদিহি করতে হবে।’