Bhatpara: রামনবমীর পরেই গুলি চলল ভাটপাড়ায়, ভোটের মুখে আবার থমথমে এলাকা

ভোটের মুখে ফের শুট আউটের ঘটনা ঘটল ভাটপাড়ায়। রামনবমীর মিছিলের পরেই এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। বুধবার রাতে ভাটপাড়া পৌরসভার ১৭ নং ওয়ার্ডে গুলি…

ভোটের মুখে ফের শুট আউটের ঘটনা ঘটল ভাটপাড়ায়। রামনবমীর মিছিলের পরেই এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। বুধবার রাতে ভাটপাড়া পৌরসভার ১৭ নং ওয়ার্ডে গুলি চালানোর ঘটনা ঘটে। গুলিতে আহত হয় এক যুবক। যুবক অবস্থা আপাতত স্থিতিশীল। বছর পঁয়ত্রিশের ওই যুবক আপাতত হাসপাতালে চিকিৎসাধীন। ভোটের মুখে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে পিন্টু চৌহান নামে বছর পঁয়ত্রিশের ওই যুবককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বুধবার রাতে মদ্যপ অবস্থায় দুই বন্ধুর মধ্যে বচসা বেধে গিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই বচসা চরমে পৌঁছায় এবং ক্ষণিকের মধ্যে বন্দুক বের করে পি চৌহানকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেয় তাঁর বন্ধু।সঙ্গে সঙ্গে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। এলাকাবাসীদের সঙ্গে কথা বলে, ঠিক কী ঘটেছিল তা বোঝার চেষ্টা করছেন পুলিশকর্মীরা।

প্রসঙ্গত রামনবমীর মিছিলের পর এই গুলি চালানোর ঘটনায় স্বাভাবিক ভাবেই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। অতীতে ভোটের আগে এবং পড়ে বারবার উত্তপ্ত হয়ে হয়েছে ভাটপাড়া। সেই পরিস্থিতি যেন না সৃষ্টি না হয় সেই দিকেই নজর রাখছে প্রশাসন। খতিয়ে দেখা হচ্ছে এই ঘটনার পিছনে অন্য কোনও রাজনৈতিক কারণ লুকিয়ে রয়েছে কিনা।